Kolkata Knight Riders: রাজ্য দলের অধিনায়ক হলেন নাইট তারকা, নতুন অধিনায়কের খোঁজে থাকা কেকেআরেরও পরবর্তী নেতা তিনিই?
Varun Chakravarthy: অতীতে জগদীশান এবং সাই কিশোর, উভয়েরই অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। তবে তাঁদের বদলে নতুন মরশুমের জন্য বরুণকেই বেছে নেওয়া হল।

নয়াদিল্লি: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে আইপিএল ২০২৫-এ একেবারে মুখ থুবড়ে পড়ে কেকেআর। পরবর্তী আইপিএলে তাই নাইটরা নতুনভাবে দল তৈরিতে আগ্রহী বলেই শোনা যাচ্ছে। ইতিমধ্যেই কেকেআরের কোচিং ম্যানেজমেন্টে বড় রদবদল ঘটেছে। শোনা যাচ্ছে কেকেআর পরবর্তী মরশুমে নিজেদের অধিনায়কও বদল করতে আগ্রহী। এরই মাঝে এক নাইট তারকা নিজের রাজ্যের দলের অধিনায়কত্ব পেলেন।
সেই নাইট তারকা আর কেউ নন, বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফি। সেই টুর্নামেন্টেই তামিলনাড়ু দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বরুণ চক্রবর্তী। নারায়ণ জগদীশানকে দলের সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। শাহরুখ খানের বদলে দলের নতুন নেতা নির্বাচিত হলেন বরুণ। অতীতে জগদীশান এবং সাই কিশোর, উভয়েরই অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে। তবে তাঁদের বদলে নতুন মরশুমের জন্য বরুণকেই বেছে নেওয়া হল।
তামিলনাড়ুর দলে টি নটরাজন, গুরজনপ্রীত সিংহরাও রয়েছেন। তাও বরুণের ওপরেই বিরাট দায়িত্ব দেওয়া হল। তামিলনাড়ু তারকা বরুণ কিন্তু কেকেআরের হয়েও দীর্ধদিন ধরে খেলছেন। নাইট দলের অবিচ্ছেদ্য অঙ্গ এই মিস্ট্রি স্পিনার। যেখানে শোনা যাচ্ছে কেকেআর ম্যানেমজমেন্ট নতুন অধিনায়কের খোঁজে রয়েছে, সেখানে বরুণের আইপিএলের আগে এই অধিনায়কত্বের অভিজ্ঞতা কিন্তু দলের নতুন নেতা বাছাই করা হলে তাঁকে আলোচনায় জায়গা করে দিতেই পারে।
অবশ্য অধিনায়র বদল হবে কি না, সেটা জানতে বেশ খানিকটা সময় অপেক্ষা করতে হবে। তবে এর মাঝে কিন্তু নাইটদের বোলিং এবং সহকারী কোচ বদলে গেল।
হেডকোচ হিসেবে অভিষেক নায়ারকে আগেই নিয়েছিল দল। এরপর বিশ্বজয়ী অজি অলরাউন্ডার শেন ওয়াটসনকেও কোচিং স্টাফে সহকারী কোচ হিসাবে নিযুক্ত করেছিল তারা। এবার আজ কেকেআরের তরফে তাঁদের আগামী মরশুমের জন্য বোলিং কোচ হিসাবে টিম সাউদিকে নিয়োগ করার কথা ঘোষণা করে দেওয়া হল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্য়াটে বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক সাউদিই।
প্রায় ১৫ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার। অগাধ অভিজ্ঞতা। তিন ফর্ম্য়াটেই কিউয়ি বোলিং লাইন আপের স্থম্ভ ছিলেন। কুড়ির ফর্ম্যাটে ১৬৪ উইকেটের মালিক। দেশের জার্সতে ১০০-র ওপরে টেস্ট, ১৫০ ওয়ান ডে ও ১২০টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন এই ডানহাতি পেসার। অতীতে নিজেও নাইট রাইডার্সের হয়ে খেলেওছেন সাউদি। এবার নাইট বোলারদের উন্নতি সাধনের দায়ভার দেওয়া হল তাঁকে।




















