IPL 2026: ভারতীয় দলে তাঁর সুযোগ না পাওয়া নিয়ে জোর চর্চার মাঝেই মহম্মদ শামির দলবদলের জল্পনা তুঙ্গে
Mohammed Shami: সানরাইজার্স হায়দরাবাদ গত বছরের মেগা নিলামে ১০ কোটি টাকার বিনিময়ে মহম্মদ শামিকে দলে নিয়েছিল।

নয়াদিল্লি: গতকাল মুম্বই ইন্ডিয়ান্স ট্রেড উইন্ডোতে জোড়া ক্রিকেটারকে সই করিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। খবর অনুযায়ী আসন্ন ডিসেম্বর মাসে আইপিএলের (IPL 2026) নিলামের আয়োজন হবে। তার এক সপ্তাহ আগে পর্যন্ত খোলা ট্রেড উইন্ডোতে। শোনা যাচ্ছে এই ট্রেড উইন্ডোতে আরও এক তারকা ক্রিকেটার নিজের দলবদল করতে চলেছেন। কে সেই ক্রিকেটার? তিনি মহম্মদ শামি (Mohammed Shami)।
রিপোর্ট অনুযায়ী কোনও ক্রিকেটার নয়, বরং সম্পূর্ণভাবে টাকার বিনিময়েই মহম্মদ শামির দলবদল ঘটতে চলেছে। সানরাইজার্স হায়দরাবাদ (SunRisers Hyderabad) গত বছরের মেগা নিলামে ১০ কোটি টাকার বিনিময়ে মহম্মদ শামিকে দলে নিয়েছিল। খবর অনুযায়ী এই টাকার বিনিময়েই শামিকে সানরাইজার্স থেকে দলে নিতে চলেছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। দুই ফ্র্যাঞ্চাইজ়িই নাকি প্রাথমিকভাবে এই চুক্তি বিষয়ে কথাবার্তা সেরে নিয়েছে। তবে শামির এই ট্রেড চুক্তিতে সম্মতি দেওয়াটা এখনও বাকি রয়েছে।
শামির সঙ্গে সরকারিভাবে কোনও চুক্তির কথা এখনও ঘোষণা করা হয়নি। তবে এই জল্পনার মাঝেই কিন্তু লখনউ সুপার জায়ান্টসের একটি পোস্ট শামির লখনউয়ের ফ্র্যাঞ্চাইডজিতে যোগ দেওয়ার জল্পনা আরও বাড়িয়েছে। সেই পোস্টে ২০২৩ সালের বিশ্বকাপে একানা স্টেডিয়ামে ডেভিড মালানের বিরুদ্ধে শামির সেট আপ এবং ইংল্যান্ড ব্য়াটারকে বোল্ড করার লাইন, লেংথের একটি ছবি পোস্ট করে লেখা হয়, 'বিনা কারণেই একানার এই মুহূর্তটির কথা ভাবছি।'
Just thinking about this Ekana moment for no reason 🤭 pic.twitter.com/qxn8XNl2Ei
— Lucknow Super Giants (@LucknowIPL) November 14, 2025
রিপোর্ট অনুযায়ী কাল, শনিবার, ১৫ নভেম্বর, দুপুর তিনটের মধ্যেই সব ফ্র্যাঞ্চাইজ়িগুলিকে নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করে দেওয়ার জন্য বলা হয়েছে। এই তালিকা প্রকাশের পর ছবিটা খানিকটা পরিষ্কার হলেও হতে পারে।
আইপিএল নিলাম
এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে এই ডিসেম্বরেই যে মোটামুটি নিলামের আয়োজন হবে, তা নিশ্চিতই ছিল। এবার জোর জল্পনা ১৬ ডিসেম্বরই নিলামের আয়োজন হতে পারে। এবারে মেগা নয়, মিনি নিলাম আয়জিত হবে। প্রতিবারের মতোই এই মিনি নিলামও একদিনব্যাপীই হবে। ১৫ নভেম্বরে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করার পর রেজিস্টার করা ক্রিকেটারদের একটি তালিকা সব ফ্র্যাঞ্চাইজিকে পাঠানো হবে। সেখান থেকে তারা নিজেদের পছন্দের ক্রিকেটারদের নিয়ে একটি ছোট তালিকা তৈরি করবে। তারপরেই সব ফ্র্যাঞ্চাইজিদের বাছা ক্রিকেটারদের নিয়ে শুরু হবে আইপিএলে নিলাম।




















