Los Angeles Knight Riders: নাইট রাইডার্সের অধিনায়ক নির্বাচিত হলেন সুনীল নারাইন
Phil Simmons: দলের কোচিংয়ের দায়িত্ব পেলেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স।
নয়াদিল্লি: নাইট রাইডার্সের অধিনায়ক নির্বাচিত হলেন সুনীল নারাইন (Sunil Narine)। মেজর লিগ ক্রিকেটে নাইট রাইডার্স (Los Angeles Knight Riders) ফ্র্যাঞ্চাইজির দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের অধিনায়কত্বে দায়িত্ব পেলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। দলের কোচিংয়ের দায়িত্ব পেলেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স (Phil Simmons)।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে খেলছেন সুনীল নারাইন। নাইট রাইডার্সের বাকি দুই ফ্র্যাঞ্চাইজি আবু ধাবি নাইট রাইডার্স এবং ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়েও খেলেন তিনি। প্রথম মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টে আরেক নাইট রাইডার্স দলের হয়েও খেলবেন তিনি। নাইট রাইডার্সের অধিনায়কের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত নারাইন। তিনি অধিনায়ক হিসাবে চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন বলেও জানান তারকা অলরাউন্ডার।
অধিনায়ক নির্বাচিত হওয়ার পর এক বিবৃতিতে নারাইন বলেন, 'আমি সবসময়ই বলে এসেছি যে নাইট রাইডার্স যেখানেই খেলুক না কেন আমি নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করতে চাই। বহুদিন ধরেই আমেরিকা যুক্তরাষ্ট্রে খেলার ইচ্ছা ছিল। অবশেষে সেই সুযোগ পাচ্ছি। এই দলের অধিনায়ক হিসাবে আসন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য আমি অপেক্ষা করে রয়েছি। আমাদের দলে প্রচুর অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছেন। ওদের থেকে আমি প্রয়োজনে সাহায্য নেব। আশা করব আমেরিকার সমস্ত নাইট রাইডার্স সমর্থকরা আমাদের জন্য মাঠে এসে গলা ফাটাবেন এবং গোটা বিশ্বজুড়ে সকল নাইট সমর্থকরা আমাদের পাশে থাকবেন।'
View this post on Instagram
দলের কোচ ফিল সিমন্সও কিন্তু বেশ অভিজ্ঞ। তিনি ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি জিম্বাবোয়ে, আয়ারল্যান্ড, আফগানিস্তানের কোচের দায়িত্বও সামলেছেন। তাঁর তত্ত্বাবধানেই ২০১৬ সালে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাঁর থেকে সাফল্যের আশা করবেন নাইট সমর্থকেরা। সিমন্সের পাশাপাশি কেকেআরের বোলিং কোচের দায়িত্ব সামলানো ভরত অরুণ লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সেরও বোলিং কোচের ভূমিকা পালন করবেন। রায়ান টেন দুশখাতেকে দলের সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। দলের অ্যানালিস্টের দায়িত্বে থাকবেন এআর শ্রীকান্ত। সাগর ভিএমকে স্ট্রেথ অ্যান্ড কন্ডিশনিং কোচের ভূমিকায় দেখা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: আর্থিক টানাপোড়েন ? আজই বাড়িতে নিয়ে আসুন এই ছোট্ট জিনিস; দ্রুত হতে পারেন ধনী !