Glenn Maxwell: টি-টোয়েন্টি কেরিয়ারের অষ্টম সেঞ্চুরি, রোহিত, ওয়ার্নারের সঙ্গে একই তালিকায় ম্য়াক্সওয়েল
Maxwell Record: ম্য়াচেই প্রথমে ব্যাটিং করতে নেমে ওয়াশিংটনের ফ্র্যাঞ্চাইজিটি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান বোর্ডে তুলে নিয়েছিল। আর তার নেপথ্যে ছিল ম্য়াক্সওয়েলের অপরাজিত ৪৯ বলে ১০৬ রানের ইনিংসটি।

নিউ ইয়র্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে কেরিয়ারের অষ্টম সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন গ্লেন ম্য়াক্সওয়েল। মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডম দলের নেতৃত্ব দিচ্ছেন ম্য়াক্সি। ম্য়াচ ছিল লস অ্য়াঞ্জেলেস নাইট রাইডার্সের বিরুদ্ধে। সেই ম্য়াচেই প্রথমে ব্যাটিং করতে নেমে ওয়াশিংটনের ফ্র্যাঞ্চাইজিটি ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮ রান বোর্ডে তুলে নিয়েছিল। আর তার নেপথ্যে ছিল ম্য়াক্সওয়েলের অপরাজিত ৪৯ বলে ১০৬ রানের ইনিংসটি। ১৩টি ছক্কা ও ২টাে বাউন্ডারিতে সাজানো ছিল অজি অলরাউন্ডারের ইনিংসটি।
গত আইপিএলে একেবারেই ফর্মে ছিলেন না। এরমধ্য়েই ওয়ান ডে ক্রিকেটকেও বিদায় জানিয়েছিলেন কিছুদিন আগেই। তবে সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই ফর্ম্য়াটে ম্য়াক্সওয়েল দলের অটোমেটিক চয়েস। কিন্তু ফর্ম ফিরে আসার অপেক্ষায় ছিলেন। অবশেষে মেজর লিগ ক্রিকেটে সেই চেনা ম্য়াক্সওয়েলকে দেখা গেল। ৪৮ বলে নিজের শতরান পূরণ করেন অজি তারকা। ২১৬.৩৩ স্ট্রাইক রেটে রান করলেন ম্য়াক্সি। গত বছর এই দলের অধিনায়ক স্টিভ স্মিথ। এবার স্মিথের অনুপস্থিতিতে ম্য়াক্সওয়েল নেতৃত্ব দিচ্ছেন এই ফ্র্যাঞ্চাইজিকে।
View this post on Instagram
২২ গজে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মোট আটটি সেঞ্চুরি রয়েছে রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, অ্য়ারন ফিঞ্চ, মাইকলে ক্লিঞ্জারের। এবার সেই একই তালিকায় নাম লেখালেন ম্য়াক্সওয়েল। এই ফর্ম্য়াটে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে ইউনিভার্সাল বস ক্রিস গেলের। তিনি ২২টি শতরান করেছেন। অন্য়দিকে দ্বিতীয় স্থানে রয়েছেন বাবর আজম। তাঁর ঝুলিতে আছে ১১টি শতরান। বিরাট কোহলি ও রিলি রসউ দুজনেই ৯টি করে শতরান করেছেন।
২০৬ রান তাড়া করতে নেমে মাত্র ৯৫ রানেই অল আউট হয়ে যায় লস অ্য়াঞ্জেলেস নাইট রাইডার্স। ২ ওপেনার অ্য়ালেক্স হেলস ও সুনীল নারাইন কেউই খাতা খুলতে পারেননি। উন্মুক্ত চাঁদও কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। সইফ বাব্বর ৩২ রান করেন ও অধিনায়ক জেসন হোল্ডার ২৩ রানের ইনিংস খেলেন। এছাড়া আর কোনও ব্য়াটারই রান পাননি। ওয়াশিংশটনের হয়ে ৩ উইকেট নেন জ্যাক এডওয়ার্ডস ও মিচ আওয়েন।
View this post on Instagram



















