Rohit Sharma: রোহিত শর্মাদের দল থেকে বাদ দিতেই চালু হচ্ছে ব্রঙ্কো টেস্ট! বিস্ফোরক দাবি ভারতীয় প্রাক্তনীর
Bronco Test: ব্রঙ্কো টেস্টে একটানা ১২০০ মিটার দৌড়তে হয়। মাত্র ছয় মিনিটের মধ্যেই এই পুরো দৌড়টা সম্পন্ন করে ফেলতে হয়।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলে ফিটনেস পরীক্ষার ক্ষেত্রে রদবদল আসতে চলেছে। ইয়ো টেস্ট, দুই কিমি ট্রায়াল রানের পাশাপাশি এবার ফিটনেস পরিমাপের জন্য যুক্ত হচ্ছে ব্রঙ্কো টেস্টও (Bronco Test)। রাগবি দলগুলির ক্ষেত্রে এই টেস্ট বেশ প্রচলিত। তবে এবার থেকে ভারতীয় পুরুষ ক্রিকেটারদেরও এই পরীক্ষা দিতে হবে। এই ব্রঙ্কো টেস্ট যে সহজ নয়, আগেই সেই বিষয়ে সতর্ক করেছেন এবি ডিভিলিয়ার্স। এবার ভারতীয় প্রাক্তনীর বিস্ফোরক দাবি। রোহিত শর্মাদের (Rohit Sharma) দল থেকে বাদ দিতেই নাকি এই পরীক্ষা চালু করা হয়েছে।
ভারত তথা বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary) সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ব্রঙ্কো টেস্ট নিয়ে সংশয় প্রকাশ তো করেছেন। মনোজ ২০২৭ বিশ্বকাপের আগে এই পরীক্ষা চালু করার মধ্যে অন্য কিছুর গন্ধ পাচ্ছেন। তাঁর দাবি অনুয়ায়ী রোহিত শর্মার মতো ক্রিকেটারদের দলের বাইরে জন্যই এই ফিটনেস পরীক্ষা চালু করা হচ্ছে। এই পরীক্ষা নিয়ে মনোজ বলেন, 'আমার মতে বিরাট কোহলিকে ২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপ থেকে দূরে রাখাটা বেশ কঠিন হবে। তবে রোহিত শর্মাকে ওরা বিশ্বকাপের পরিকল্পনায় রাখবে কি না, সেই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।'
মনোজ আরও যোগ করেন, 'ভারতীয় ক্রিকেটে কী হচ্ছে না হচ্ছে, সেই বিষয়ে আমি কড়া নজর রাখি। আমার মনে হচ্ছে এই কিছুদিন আগেই যে এই ব্রঙ্কো টেস্ট চালু করা হয়েছে, এটা রোহিত শর্মার মতো ক্রিকেটারদের কথা মাথায় রেখেই। আমার মনে হয় ওরা চায় না অদূর ভবিষ্যতে এঁরা দলের অংশ থাকুক। সেই কারণেই পরিকল্পনা করে এই পরীক্ষাটা চালু করা হয়েছে।'
ভারতীয় দলের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসাবে নিযুক্ত হওয়া আদ্রিয়ান ল্য রুই এই নিয়ম চালু করছেন।। এর আগেও তিনি ভারতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর সুপারিশেই শুরু হচ্ছে এই নতুন ফিটনেস পরীক্ষা। খেলোয়াড়দের অ্যারোবিক ক্ষমতা পরীক্ষা করা এবং কার্ডিওভ্যাসকুলার প্রক্রিয়া বাড়াতে এই ব্রঙ্কো টেস্ট খুবই উপযোগী বলে মনে করা হয়।
কেমন হয় এই ব্রঙ্কো টেস্টে? এই পরীক্ষায় একটানা ১২০০ মিটার দৌড়তে হয়। মাত্র ছয় মিনিটের মধ্যেই এই পুরো দৌড়টা সম্পন্ন করে ফেলতে হয়। সূত্রের খবর, বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে ইতিমধ্যেই বেশ কয়েকজন প্রথমসারির ক্রিকেটার ফিটনেস প্রমাণ করতে এই টেস্ট দিয়েছেন। এবার থেকে নিয়মিতভাবেই এই পরীক্ষা হবে।




















