Australia Cricket Team: অ্যারন ফিঞ্চের পর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেলেন মিচেল মার্শ
SA vs AUS: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অজি দলে প্যাট কামিন্স না থাকলেও, স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েলর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন।
মেলবোর্ন: এই মাসেই অস্ট্রেলিয়া ক্রিকেট দল (Australia Cricket Team) দক্ষিণ আফ্রিকা সফরে (SA vs AUS) সীমিত ওভারের সিরিজ খেলতে যাচ্ছে। সেই সফরে টি-টোয়েন্টি সিরিজের তিনটি টি-টোয়েন্টি পাশাপাশি পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই সেই সিরিজের জন্য অস্ট্রেলিয়ান দলের ঘোষণা করা হয়ে গিয়েছে। টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন মিচেল মার্শ (Mitchell Marsh)।
অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ এই বছরের শুরুর দিকেই অবসর নিয়েছেন। তার অবসরের পর অস্ট্রেলিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন, সেই নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য অধিনায়ক বেছে নিলেন অজি নির্বাচকরা। মিচেল মার্শকে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক নির্বাচিত করা হল। যদিও মার্শকে কেবল এই সিরিজের জন্যই অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। তবে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি মনে করছেন মার্শের মধ্যে পাকাপাকিভাবে দলকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে।
৩১ বছর বয়সি মার্শকে অধিনায়ক করার প্রসঙ্গে বেইলি বলেন, 'সাদা বলের ক্রিকেটে দীর্ঘদিন ধরে দলের অন্যতম সিনিয়র সদস্য মিচেল মার্শ। এই সিরিজে ও আন্তর্জাতিক স্তরে অধিনায়ক হিসাবে নিজেকে প্রমাণ করার সুযোগ পাবে। আমরা দক্ষিণ আফ্রিকায় ওর পারফরম্যান্স দেখার অপেক্ষায় রয়েছি।' এই সিরিজের অস্ট্রেলিয়ান দলে অনেক নতুন মুখ সুযোগ পেয়েছেন। অলরাউন্ডার অ্যারন হার্ডি, ব্যাটার ম্যাট শর্ট, বাঁ-হাতি বোলার স্পেনসার জনসনের মতো নতুন মুখরা রয়েছেন। অজি দলে প্যাট কামিন্স না থাকলেও, স্টিভ স্মিথ, মার্কাস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েলর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা রয়েছেন।
Some fresh faces will be on the plane for three T20s against South Africa at the end of this month!
— Cricket Australia (@CricketAus) August 7, 2023
Oh, and Mitch Marsh will be the captain ✌️🦬 pic.twitter.com/DJLcMSsIO2
প্রসঙ্গত, মিচেল মার্শ এর আগে অস্ট্রেলিয়ার সিনিয়র দলকে নেতৃত্ব না দিলেও, তিনি ২০১০ সালে আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার অধিনায়ক ছিলেন। অস্ট্রলিয়ার ঘরোয়া ক্রিকেটে পশ্চিম অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। এবার মার্শের সামনে সিনিয়র দলকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বাতিল কিংবদন্তি লারা! সানরাইজার্স হায়দরাবাদের কোচ করা হল ভেত্তোরিকে