WTC Final 2023: 'আমরাই জিতব', রেকর্ড রান তাড়া করতে হলেও ভারতের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শামি
IND vs AUS: পঞ্চম দিনে ভারতীয় দলকে ম্যাচ জিততে হলে ৯৭ ওভারে আরও ২৮০ রান করতে হবে।
লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দলকে রেকর্ড ৪৪৪ রান তাড়া করতে হবে। চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর তিন উইকেটের বিনিময়ে ১৬৪ রান। পঞ্চম দিনে জয়ের জন্য ভারতকে ৯৭ ওভারে আরও ২৮০ রান তুলতে হবে। লক্ষ্য কঠিন হলেও, অসম্ভব নয় এবং ভারতীয় তারকা বোলার মহম্মদ শামি কিন্তু দলের জয়ের বিষয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসী।
আত্মবিশ্বাসী শামি
চতুর্থ দিনের খেলা শেষে শামি সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা দলের সকলেই ১০০ শতাংশ আত্মবিশ্বাসী যে আমরা কালকে ইতিহাস গড়ব। আমরা সর্বদাই শেষ পর্যন্ত লড়াই করি এবং বিশ্বের যেখানেই খেলা হোক না কেন, কোনও সময়েই হাল ছাড়ি না। তাই এখনও আমরা ম্যাচ জিতব বলে আশাবাদী এবং সেই লক্ষ্যেই কালকে মাঠে নামব।'
ভারতীয় দলের বড় রান তাড়া করার প্রসঙ্গ আসলেই সকলের স্মৃতিতে গাব্বার কথা ভেসে উঠে। তবে সেই তুলনায় যেতে রাজি নন শামি। তিনি বলেন, 'সিডনি বা ব্রিসবেনে কী হয়েছে, না হয়েছে, তার কোনও গুরুত্ব নেই। এখন আমরা এখানে রয়েছি। আমার তাই বর্তমানেই থাকতে চাই এবং কাল আমরাই জিতব। আমার মনে হচ্ছে টেস্ট ম্যাচটা একেবারে শেষদিনের শেষ সেশন পর্যন্ত গড়াবে। এটাই তো টেস্টের মজা। তাই আমাদের শেষ পর্যন্ত ভাল ব্য়াট করতে হবে এবং ওদের আমাদের হারাতে হলে ভাল বল করতে হবে।'
ভারতের লড়াই
চতুর্থ দিনের শেষবেলায় বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের দাঁতে দাঁত চেপে লড়াইয়ের সৌজন্যেই ভারতের জয়ের আশা অব্যাহত। ৪৪৪ রান তাড়া করতে নেমে ভারত দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ আগ্রাসীভাবে করে। প্রায় ছয় রান প্রতি ওভারেই এগচ্ছিল ভারতীয় ইনিংস। তবে চা বিরতির আগেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। শুভমন গিল ১৮ রানে আউট হন। গিল আউট হওয়ার পর চেতেশ্বর পূজারা ও রোহিত শর্মা দ্বিতীয় উইকেটে ৫১ রান যোগ করেন। তবে পরপর ওভারে রোহিত ৪৩ ও পূজারা ২৭ রানে আউট হন। ৯৩ রানে ভারতীয় দল তিন উইকেট হারিয়ে ফেলে। এরপরেই কোহলি ও রাহানের লড়াকু ৭১ রানের পার্টনারশিপে ভারতীয় দল লড়াইয়ে ফেরে। বর্তমানে কোহলি ৪৪ ও রাহানে ২০ রানে অপরাজিত রয়েছেন।
আরও পড়ুন: লং কোভিড রুখে দিতে পারে ডায়াবেটিসের এক ওষুধ ! ল্যানসেটের গবেষণায় নতুন দিশা