আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Mohammed Shami Exclusive: পুরুষ-নারী বিভেদ দূর হোক, মহিলাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ মহম্মদ শামির
CAB Annual Function 2024: মহম্মদ শামি। ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওয়ান ডে বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের জন্য বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শনিবার তাঁকে বিশেষ সম্মান জানাল সিএবি।
কলকাতা: আর জি কর কাণ্ড (RG Kar Case) নিয়ে গোটা দেশ, বিদেশ উত্তাল। নারী সুরক্ষার দাবি তুলে পথে নেমেছে আমজনতা। আর সেি আবহে কলকাতায় এসে ভারতীয় দলের তারকা ক্রিকেটার জানিয়ে দিলেন, মহিলাদের উন্নয়নে বিশেষ উদ্যোগ নিচ্ছেন তিনি।
মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওয়ান ডে বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের জন্য বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শনিবার তাঁকে বিশেষ সম্মান জানাল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে সেই অনুষ্ঠানে এসে শামি বললেন, 'বাংলা বা সিএবি-কে যতই কৃতজ্ঞতা জানাই না কেন, তা কম হবে। আমি এমন একটা জায়গায় জন্মেছিলাম, যেখানে সুযোগ সুবিধা ছিল না। আমি জন্মেছি, বড় হয়েছি উত্তর প্রদেশে। ক্রিকেটার হয়েছি বাংলায়। লম্বা সফর। ২০-২৫ বছর লেগেছে এই সফরটায়।'
জাতীয় দলের ডানহাতি ফাস্টবোলার আরও বলেন, 'এমন একটা জায়গায় বড় হয়েছি যেখানে টিভিও ছিল না। তবে এখন সময় পাল্টেছে। এখন এক সেকেন্ডে সব কিছু দেখা যায়।'
এরপরই নিজের পরিকল্পনার কথা জানান শামি। বলেন, 'বিশদ ঘোষণা পরে করব। তবে মহিলাদের জন্য কিছু করার কথা ভেবেছি।' কী সেই পরিকল্পনা, ইঙ্গিত দিলেন শামি। বললেন, 'মহিলা ক্রিকেট নিয়ে কথা শুনে খুব ভাল লাগল। আমরা ছেলেরা অনেক সুযোগ সুবিধা পাই। মেয়েরা পায় না। পাওয়া উচিত। আমি সেই জন্য একটা শো করছি। একটা সিরিজের মতো করছি। মেয়েদের জন্যই করছি এটা। কারণ আমাদের পরিবার এমন যেখানে মেয়েদের জন্য কিছু করার কথা হলেই ইতস্তত করি। পুরুষ ও মহিলাদের তফাতও করা হয়। আমি চাই না পুরুষ-মহিলা কোনও বিভেদ থাকুক। ভারতের জন্য আরও অনেক মহিলা ভাল করুক। সম্মান নিয়ে আসুক।'
বাংলার ময়দানে ক্রিকেট খেলেই তাঁর উত্থান। শামি মজার ছলে বললেন, 'লোকে বলে আমি নাকি বাংলা বলতে পারি না। আমি বাংলা বুঝতে পারি। বলতে পারি। তবে কথা বলার লোক পাই না। ঋদ্ধি একমাত্র লোক যে আমার সঙ্গে সব সময় বাংলায় কথা বলে। ও হিন্দিতে কিছুতেই জবাব দেয় না। মন্নি (মনোজ তিওয়ারি), অশোকরাও (অশোক ডিন্ডা) ভাল বন্ধু। ওদের সঙ্গে অনেক বাংলা সিনেমাও দেখেছি। একটা সময় ছিল ঘুগনির সঙ্গে কখন রুটি আসবে অপেক্ষা করতাম। পাঁউরুটি আসত বুঝতে পারতাম না। তবে পরে বাংলার সঙ্গে মানিয়ে নিই।'
শামি বলেছেন, 'এই পুরস্কারের জন্য, আপনাদের ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। এই ভালবাসার জন্যই আমি ভারতের জন্য যা খেলেছি, তাতে সক্ষম হয়েছি।'
আরও পড়ুন: ঘরের মাঠে তুরুপের তাস, বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে স্ত্রীর উপহার পেলেন অশ্বিন
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement