India vs Australia: অ্যাডিলেডে হেডের সঙ্গে ঝামেলার জেরে কড়া শাস্তি, আইসিসির সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সিরাজ
Mohammed Siraj: অ্যাডিলেড টেস্টে হেডকে আউট করে সেন্ড অফের সময় উত্তপ্ত বাক্য বিনিময়ের জন্য আইসিসি শাস্তিস্বরূপ প্রায় নয় লক্ষ টাকা হারাচ্ছেন সিরাজ।
অ্যাডিলেড: মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও ট্র্যাভিস হেডের ঝামেলা ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট (IND vs AUS 2nd Test) চলাকালীন শিরোনাম কেড়ে নেয়। অ্যাডিলেডে সেই টেস্ট শেষে দুইজনকেই কঠোর শাস্তির সম্মুখীন হতে হয়। এবার সেই শাস্তি পাওয়া নিয়ে মুখ খুললেন ভারতের তারকা ক্রিকেটার সিরাজ।
হেড ও সিরাজ, উভয়কেই আইসিসির শাস্তির সম্মুখীন হতে হয়। দুইজনকেই এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। তবে সিরাজের ২০ শতাংশ ম্যাচ বেতন কাটা হলেও, হেডের বেতন কাটা যায়নি। শনিবার আইসিসি জানিয়ে দিয়েছে, অ্যাডিলেড টেস্টে সিরাজ ও হেডের উত্তপ্ত বাক্য বিনিয়মের জন্য কড়া পদক্ষেপ করা হচ্ছে। সিরাজের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেখানে হেডকে শুধু সতর্ক করা হয়েছে। কোনও আর্থিক শাস্তি হয়নি।
অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টের দ্বিতীয় দিন হেডকে ইয়র্কারে বোল্ড করেন সিরাজ। তার পর উত্তেজিত অঙ্গভঙ্গি করেন তিনি। সিরাজের এই আচরণ পছন্দ হয়নি হেডের। তিনিও ড্রেসিংরুমে ফেরার সময় পাল্টা জবাব দেন। তাঁর ঠোঁটের নড়াচড়া দেখে অনেকেরই মনে হয়েছে যে, অশ্লীল মন্তব্য করেছেন হেড। তাও কেবল সিরাজেরই বেতন কাটা গিয়েছে। যা নিয়ে সমালোচনাও হচ্ছে।
সিরাজের এই শাস্তির জন্য আট লক্ষ ৯৫ হাজার ৩৪০ টাকা হারাতে হয়েছে। অর্থাৎ তাঁর বেতন থেকে প্রায় নয় লক্ষ টাকা কাটা যাচ্ছে। বেশ বড় আর্থিক ক্ষতি হচ্ছে তাঁর। এই নিয়ে তাঁকে অজ়ি মিডিয়ার তরফে প্রশ্ন করা হয়। সিরাজ জবাবে বলেন, 'হ্যাঁ, সব ঠিকঠাক আছে।' তবে এরপরেও তাঁকে এই নিয়ে আরও চেপে ধরা হলে খানিক বিরক্তিই বোধ করেন সিরাজ। তিনি বিরক্ত হয়েই বলেন, 'আমি আপাতত জিমে যাচ্ছি।'
তবে শাস্তি পেলেও সিরাজ, হেডের মাঠের ঝামেলা কিন্তু মাঠেই থেমেছে। অ্যাডিলেডে ম্যাচ শেষে দুইজনকে ঝামেলা ভুলে কোলাকুলিও করতে দেখা যায়। কিন্তু তাতেও শাস্তি এড়ানো যায়নি। প্রসঙ্গত, ভারতীয় দলের তারকারা আজ অনুশীলনে জোরকদমে ঘাম ঝরান। ব্রিসবেনের প্রস্তুতি অ্যাডিলেড থেকেই শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। অবশ্য দলের দুই তারকা ফাস্ট বোলার সিরাজ ও বুমরাকে এই অনুশীলনে দেখা যায়নি। লম্বা টেস্ট সিরিজ়ের কথা মাথায় রেখে তাঁদের ওয়ার্কলোড ম্যানেজ করার জন্যই সম্ভবত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ব্রিসবেনে প্রত্যাবর্তনের লক্ষ্যে অ্যাডিলেডেই অনুশীলন শুরু ভারতের, তবে নেটে অনুপস্থিত বুমরা