Mohsin Naqvi: এবার এশিয়া কাপ ট্রফিই লুকিয়ে ফেললেন নকভি? এসিসির প্রধান কার্যালয়ে নেই ট্রফি!
Asia Cup 2025: এশিয়া কাপ ট্রফিটি নাকি নকখির দখলেই কোনও এক অজানা স্থানে রয়েছে।

দুবাই: ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিতেছিল ভারতীয় দল। তারপর থেকে প্রায় মাসখানেক হয়ে গিয়েছে। তবে এখনও এশিয়া কাপ ট্রফি নিয়ে নাটক অব্যাহত। এবার যা ঘটল, তা হয়তো সকলেরই কল্পনাতীত।
ভারতীয় দল টুর্নামেন্ট জিতলেও এসিসি চেয়ারম্যান যিনি আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানও বটে, সেই মহসিন নকভির (Mohsin Naqvi) হাত থেকে ট্রফি নিতে নাকচ করে। তবে নকভিও নাছোড়বান্দা। ট্রফি নিলে তাঁর হাত থেকেই নিতে হবে। মাঝে শোনা যাচ্ছিল নকভি ভারতীয় দলকে ট্রফি তুলে দিতে রাজি।
Telecom Asia Sport-র রিপোর্ট অনুযায়ী বিসিসিআই এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মধ্যে হালে একাধিক চিঠিপত্র আদান প্রদান করা হয়েছে। এরপরেই ১০ নভেম্বর নকভি ভারতকে এশিয়া কাপ ট্রফি হস্তান্তর করতে রাজি হয়েছেন। করাচিতে নকভি রিপোর্টারদের বলেন, 'বিসিসিআইয়ের সঙ্গে বহু চিঠিপত্র আদানপ্রদান হয়েছে। এরপরে এসিসির তরফে ওদের জানিয়ে দেওয়া হয়েছে যে ট্রফি দেওয়ার জন্য ১০ নভেম্বর দুবাইয়ে আমরা ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তার দলের খেলোয়াড়দের বিসিসিআইয়ের আধিকারিক রাজীব শুক্লর সঙ্গে হোস্ট করতে তৈরি।'
তবে সেই নিজের শর্তে অনড় নকভি। সেই অনুষ্ঠানেও ভারতীয় দলকে তাঁর হাত থেকেই ট্রফি নিতে হবে। পিটিআইয়ের প্রকাশিত একটি ভিন্ন রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ডওও নিজেদের স্থানে অনড়। সেই রিপোর্টে দাবি করা হয়েছে ভারতীয় বোর্ড এসিসির সদস্য আরও দুই দেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার থেকে সমর্থন পেয়েছে। সেই সমর্থন পাওয়ার পর ভারত নকভির হাত থেকে দুবাইয়ে এসিসির হেডকোয়ার্টারে ট্রফি নেওয়ার সুযোগ ফের একবার প্রত্যাখ্যান করে দিয়েছে। পরিবর্তে তারা এই বিষয়টি পরবর্তী মাসেই আয়োজিত আইসিসির বোর্ড মিটিংয়ে তুলতে আগ্রহী।
এবার নতুন রিপোর্ট আসছে যে নকভি নাকি এশিয়া কাপ ট্রফিটাই এসিসির প্রধান কার্যালয় থেকে সরিয়ে নিয়েছেন। ট্রফিটি কোথায় সরিয়ে নেওয়া হয়েছে, সেটা অজানা। এক বিসিসিআই আধিকারিক এসিসির প্রধান কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তিনি এশিয়া কাপ ট্রফিটির বিষয়ে জিজ্ঞেস করলে তাঁকে জানানো হয় সেটি নকভির দখলে রয়েছে।
ANI-কে এক সূত্র জানান, 'একজন বিসিসিআই আধিকারিক কিছুদিন আগে এসিসির প্রধান কার্যালয়ে গিয়েছিলেন। যখন তিনি এশিয়া কাপ ট্রফির বিষয়ে জিজ্ঞেস করেন, তখন তাঁকে জানানো হয় যে সেই ট্রফিটি সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং সেটি আবু ধাবিতে কোথাও নকভির দখলে রয়েছে।' অর্থাৎ এই এশিয়া কাপ ট্রফি নিয়ে টালবাহানা অব্যাহতই রইল।




















