Dhoni Cutout: ধোনির জন্মদিন উপলক্ষ্যে শুরু উৎসব, হায়দরাবাদে উন্মোচিত হল ৫২ ফুটের কাট আউট
MS Dhoni Birthday: আর মাত্র ঘণ্টা কয়েক পরেই ৪২-এ পা দেবেন ভারতীয় দলের বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি।
হায়দরাবাদ: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) ৪২-এ পা দেবেন। ধোনির জন্মদিন (MS Dhoni Birthday) ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। বিশ্বজয়ী ভারতীয় অধিনায়কের জম্মদিন উপলক্ষ্যে এক বিরাট কাট আউট তৈরি করেছে তাঁর হায়দরাবাদের সমর্থকরা। সেই কাট আউটটি প্রায় ৫২ ফিট লম্বা বলে দাবি করা হচ্ছে।
গোটা ভারত জুড়েই ধোনির কোটি কোটি অনুরাগী রয়েছেন। আন্তজার্তিক ক্রিকেটকে বিদায় জানালেও, তাঁর জনপ্রিয়তায় যে এতটুকুও টান পড়েনি, তার প্রমাণ এ বছরের আইপিএল চলাকালীনই পাওয়া যায়। ধোনির তত্ত্বাবধানে সিএসকে যেখানেই খেলতে গিয়েছেন সেখানেই সমর্থকরা ধোনি ধোনি ধ্বনি উঠেছে। গ্যালারিতে দেখা গিয়েছে হলুদ ঝড়। তাই তাঁর জন্মদিনে যে দেশজুড়ে অনুরাগীদের মধ্যে উৎসবের আমেজে গা ভাসাবেন, তা বলাই বাহুল্য। তেমনটাই দেখাও যাচ্ছে।
52ft massive cutout of MS Dhoni is placed at Hyderabad, Telangana. ❤️
— DHONIsm™ ❤️ (@DHONIism) July 6, 2023
The Celebration begins 🥁💥@MSDhoni #MSDhoni #WhistlePodu pic.twitter.com/Gnb7gP18UR
ধোনির এই বিরাট কাট আউটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। কাট আউটে ধোনিকে ভারতীয় জার্সিতে ব্যাট-প্যাড সমেতই দেখা যাচ্ছে। প্রসঙ্গত, নিজের ক্রিকেট কেরিয়ারে অধিনায়ক হিসাবে উপলব্ধ সমস্ত ট্রফিই জিতেছেন ধোনি। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব জিতে তাঁর জয়যাত্রা শুরু। এরপরেই ২০১১ সালে ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ জেতে তাঁর নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। তাঁর দুই বছর পর ২০১৩ সালেই ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিও জেতে টিম ইন্ডিয়া। ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ধোনি ৩৫০টি ওয়ান ডে, ৯৫টি টেস্ট এবং ৯৮টি বিশ ওভারের ম্যাচ খেলেছেন ধোনি। তিন ফর্ম্যাটে যথাক্রমে ১০,৭৩৩, ৪৮৭৬ ও ১৬১৭ রান করেছেন।
২০২০ সালে নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ইতি টানেন ধোনি। তবে তিনি আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। আইপিএলে এ মরশুমের খেতাব সমেত চেন্নাই সুপার কিংসের হয়ে মোট পাঁচটি ট্রফি জিতে নিয়েছেন অধিনায়ক ধোনি। আইপিএলের ইতিহাসে এটি অধিনায়ক হিসাবে যুগ্মভাবে সর্বাধিক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?