মুম্বই: এবার কাউন্টিতে অভিষেক হতে চলেছে তিলক বর্মার। হায়দরাবাদের এই তরুণ ক্রিকেটারের সঙ্গে চুক্তি সেরেছে হ্যাম্পশায়ার। তাঁদের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশনের চারটি ম্যাচে মাঠে নামবেন তিলক। ২২ বছরের এই তরুণ প্লেয়ারের এটাই প্রথম কাউন্টি ক্লাব। নিজের কাউন্টি অভিষেক ম্য়াচে তিনি খেলতে নামবেন এসেক্সের বিরুদ্ধে আগামী ২২ জুন। এছাড়া তিলক খেলতে নামবেন ওরকেস্টারশায়ার, নটিংহ্যামশায়ারের বিরুদ্ধও। আগামী ১ আগস্ট বা তার আগেই নিজের প্রথম কাউন্টি খেলার জন্য ইংল্যান্ড সফর শেষ করবেন তিলক।
হ্যাম্পশায়ারের ডিরেক্টর অফ ক্রিকেট জাইলস হোয়াইট জানিয়েছেন, ''তিলক একজন অসাধারণ প্রতিভা। ইতিমধ্য়েই আন্তর্জাতিক ক্রিকেটে ও আইপিএলের মঞ্চে প্রভাব ফেলেছে ও। আমরা তাকিয়ে আছি যে এই গ্রীষ্মে হ্যাম্পাশায়ারের জার্সিতে কী করতে পারে ও, তা দেখার জন্য।'' এখনও পর্যন্ত ৭ ম্য়াচে ৮২ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে হ্যাম্পশায়ার। তারা দুটো জিতেছে, দুটো ম্য়াচ হেরেছে। তিনটি ম্য়াচ ড্র হয়েছে।
এখনও পর্যন্ত ১৮টি প্রথম শ্রেণির ম্য়াচ খেলেছেন তিলক বর্মা। ২৮ ইনিংসে ১২০৪ রান করেছেন ৫০.১৬ গড়ে। পাঁচটি সেঞ্চুরি ও চারটি অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। এছাড়া পার্ট টাইম স্পিনীার হিসেবে ৮ উইকেটও নিয়েছেন। ২০২৪ সালে দলীপ ট্রফিতে শেষবার প্রথম শ্রেণির ক্রিকেটে খেলতে নেমেছিলেন তিলক। এর আগে ইন্ডিয়া এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে খেলেছিলেন ২০২৪ সালে।
গত আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ১৩ ইনিংসে ৩৪৩ রান করেছিলেন ৩১.১৮ গড়ে। দুটো অর্ধশতরান হাঁকিয়েছিলেন। ২০২৩ সালে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল তিলকের। এখনও পর্যন্ত ২৫টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলেছেন। গড় রয়েছে ৫০ এর মত। ৭৪৯ রান করেছেন ১৫৫র ওপর স্ট্রাইক রেট রেখে। দুটো সেঞ্চুরি ও তিনটি অর্ধশতরান রয়েছে। ওয়ান ডে ফর্ম্য়াটে ৪ ম্য়াচে ৬৮ রান করেছেন একটি অর্ধশতরান করেছেন।
একাদশ ঘোষণা করল ইংল্যান্ড
এদিকে, হেডিংলে টেস্ট ম্যাচ শুরু হতে অল্প সময় বাকি, তবে প্রায় দুই দিন আগেই প্রথম টেস্টের জন্য নিজেদের একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। ইংল্যান্ড তাদের প্লেয়িং ইলেভেনে তিনজন ফাস্টবোলারকে বেছে নিয়েছে। এছাড়াও, বেন স্টোকসও রয়েছেন, যিনি ফাস্ট বোলিং করতে পারেন। শোয়েব বশির একমাত্র স্পিনার। দলে আরসিবির হয়ে সম্প্রতি আইপিএলে খেলা জেকব বেথেলের কোনও জায়গা হয়নি। তবে ফাস্ট বোলিংয়ে ক্রিস ওকসের প্রত্যাবর্তন ঘটেছে। তিনি ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে ইংল্যান্ড লায়ান্সের হয়েও মাঠে নেমেছিলেন।