Jonty Rhodes: তিনি নিজে কিংবদন্তি ফিল্ডার, ফিল্ডিংয়ে বিশ্বের সেরা হিসাবে বেছে নিলেন এই ক্রিকেটারকে
Jonty Rhodes on Indian Cricket Team: জন্টি রোডস যদি কাউকে ফিল্ডিং নিয়ে সার্টিফিকেট দেন, তার যে আলাদা তাৎপর্য থাকে, বলার অপেক্ষা রাখে না।
নয়াদিল্লি: তাঁকে বলা হয় বিশ্বক্রিকেটের সর্বকালের সেরা ফিল্ডার। শুধু ফিল্ডিং দিয়ে যে ম্যাচ জেতানো যায়, দেখিয়েছিলেন তিনিই। অলরাউন্ডারের সংজ্ঞাও বদলে গিয়েছিল তাঁরই জন্য। তার আগের পর্যন্ত মনে করা হতো, অলরাউন্ডার হলেন তিনিই, যিনি ব্যাটিংও করবেন। আবার বোলিংও করবেন। দুইয়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারবেন।
কিন্তু তিনি, জন্টি রোডস (Jonty Rhodes) প্রথম প্রতিষ্ঠা করেন ফিল্ডিং অলরাউন্ডারের তত্ত্ব। জন্টি রোডস এমন একজন ক্রিকেটার ছিলেন, যিনি ব্যাটে চল্লিশ রান করা মানে ফিল্ডিংয়ে বাঁচিয়ে দেবেন অন্তত ৩০ রান। সঙ্গে অবিশ্বাস্য ক্যাচ ধরবেন। ম্যাচের রং পাল্টে যাবে মুহূর্তের মধ্যে।
সেই জন্টি রোডস যদি কাউকে ফিল্ডিং নিয়ে সার্টিফিকেট দেন, তার যে আলাদা তাৎপর্য থাকে, বলার অপেক্ষা রাখে না।
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জানিয়ে দিলেন আধুনিক ক্রিকেটে তাঁর নজরে সেরা ফিল্ডার কে?
ভারতের দুজন ফিল্ডার যে তাঁকে মুগ্ধ করেছে, খোলাখুলি জানিয়েছেন জন্টি রোডস। বলেছেন, 'ভারতের দুজনের ফিল্ডিং আমার অনবদ্য লাগে। সুরেশ রায়না ও রবীন্দ্র জাডেজা। তবে যদি আধুনিক ক্রিকেটের কথা বলেন, আমার চোখে সেরা ফিল্ডার রবীন্দ্র জাডেজা। যাঁকে আপনারা স্যর জাডেজা বলে ডাকেন।'
জন্টি জানিয়েছেন, কেন তিনি জাডেজাকে সেরা ফিল্ডার হিসাবে বেছে নিয়েছেন। কারণ, মাঠের যে কোনও জায়গায় ফিল্ডিং করতে পারেন সৌরাষ্ট্রের তারকা। বলেছেন, 'মিড উইকেট হোক কিংবা লং অন বা শর্ট কভার। সর্বত্র সমান দক্ষ। প্রচণ্ড ক্ষিপ্র গতিতে দৌড়তে পারে। ওর হাতে বল গেলে ব্যাটাররা রান নিতে ভয় পায়। শুধু ক্যাচিং বা থ্রোয়িং দুর্দান্ত নয়, ও বলের কাছে এত তাড়াতাড়ি পৌঁছে যায় যে, সেই কারণেই ও সেরা।'
My flying bad luck continues - not only is my @airindia flight from Mumbai to Delhi over 1.5hrs delayed, but now I just signed a waiver as I board stating I accept that my seat is broken 😠 #whyme 😂 Not looking forward to the next 36hrs with a return to Mumbai from Delhi and…
— Jonty Rhodes (@JontyRhodes8) August 30, 2024
ভারতে এসে বিমান বিভ্রাটের শিকার হয়েছেন রোডস। বিমান দেরিতে ছাড়ে। সেই সঙ্গে সিটও ভাঙা ছিল বলে অভিযোগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুন: ভারতীয় দলে বাংলার যুধাজিৎ, অস্ট্রেলিয়ার জন্য অস্ত্র তৈরি ডেল স্টেনের ভক্তের