Ashwin on Dravid: বিশ্রাম সবার দরকার হয়, নিউজিল্যান্ডে দ্রাবিড়ের না যাওয়া প্রসঙ্গে সোজাসাপ্টা অশ্বিন
Rahul Dravid Controversy: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন ভি ভি এস লক্ষ্মণ। যিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান।
চেন্নাই: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর ভারতীয় দল গিয়েছে নিউজিল্যান্ডে (Ind vs NZ)। কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলছে ভারত। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তবে এরই মাঝে বিতর্ক তৈরি হয়েছে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) নিয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সফরে দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন ভি ভি এস লক্ষ্মণ (VVS Laxman)। যিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। এর আগেও স্টপ গ্যাপ কোচ হিসাবে জাতীয় দলের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ।
কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে কারণ, অনেকেরই মনে হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খালি হাতে ফেরার পর যেখানে নতুন করে দলগঠন, কৌশল তৈরি দরকার, সেখানে দ্রাবিড় নেই কেন! বলা হচ্ছে, বিশ্বকাপে বিপর্যয়ের পর চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে পুরোপুরি ছেঁটে পেলেছে বোর্ড। তাহলে দ্রাবিড়কে কেন ছাড় দেওয়া হচ্ছে। কেন আরও কঠোর হওয়া হচ্ছে না দ্রাবিড়ের ক্ষেত্রে। জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী সরাসরি বলেন, 'আমি বিশ্রামের তত্ত্বে বিশ্বাসী নই। জাতীয় দলের কোচ এমনিতেই আইপিএলের সময় ২-৩ মাস বিশ্রাম পায়। এত বিশ্রাম কীসের!'
সেই বিতর্কে এবার দ্রাবিড়ের পাশে দাঁড়ালেন তারকা অফস্পিনার আর অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, 'কেন লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ব্যাপারে আমি বলব। কারণ, আমার মন্তব্যের অন্য ভাবে ব্যাখ্যা হতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পরিকল্পনা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে কঠোর পরিশ্রম করেছে রাহুল দ্রাবিড় এবং তাঁর দল। আমি ওঁদের খুব কাছ থেকে দেখার সুবাদেই এ কথা বলতে পারছি।'
এরপরই অশ্বিন বলেছেন, 'প্রত্যেকটা মাঠ এবং প্রতিটি দলের জন্য আলাদা আলাদা পরিকল্পনা ছিল দ্রাবিড়ের। প্রচুর বিশ্লেষণ করেছিল প্রতিপক্ষ নিয়ে। তাই শুধু মানসিক নয়, শারীরিক ভাবেও ওঁরা ক্লান্ত হয়ে পড়েছিল। বিশ্রাম সবার দরকার হয়। নিউজ়িল্যান্ড সিরিজ় শেষ হলেই বাংলাদেশ সফর রয়েছে। সেই কারণে এই সিরিজ়ে লক্ষ্মণের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর দ্রাবিড়কে ফের প্রয়োজন হবে।'
আরও পড়ুন: আজুরিরা নেই, তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দায়িত্বে ইতালির ডানিলে