Fifa World Cup: আজুরিরা নেই, তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দায়িত্বে ইতালির ডানিলে
Qatar World Cup: ইংল্যান্ডকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় বনুচিদের ইতালি। চমক দেখিয়ে রক্ষণাত্মক ফুটবল বাদ দিয়ে আক্রমনাত্মক ফুটবল মন জয় করেছিল সবার। কিন্তু ইউরো কাপের পর ছন্দপতন।
আবীর দত্ত, কলকাতা: ইতালি আছে এই বিশ্বকাপে। কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) শুরু করছে ইতালিও। ডানিলে ওরসাতো (Daniele Orsato)। প্রথম ম্যাচের রেফারি। ইতিমধ্যে ডানিলের নাম ঘোষণা করেছে ফিফা। ফিফার তরফে ট্যুইট করে জানিয়ে দেওয়া হয়েছে। তাঁর বাঁশিতে শুরু হবে এই বিশ্বকাপের যাত্রা। প্রথম ম্যাচে আয়োজক কাতার বনাম ইকুয়েডর ম্যাচের খেলা আগামী ২০ নভেম্বর। সেদিন গ্রুপ এ তে থাকা এই দুই দলের খেলা পরিচালনা করবেন ডানিলে।
৪৬ বছর বয়সি ডেনিলে ২০১০ সাল থেকে ফিফার রেফারি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ২০১৪ সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী ম্যাচ পরিচালনা ছাড়াও ২০১২ সালের ইউরো কাপেও মাঠে বাঁশি নিয়ে ম্যাচের শৃঙ্খলার দায়িত্বে ছিলেন। চ্যাম্পিয়ন্স লিগ ও সিরিয় এ তেও খেলানোর অভিজ্ঞতা আছে ইতালিও এই রেফারির।
এবার বিশ্বকাপে ইতালি নেই। বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় বিশ্বকাপ খেলার সুযোগ হাত ছাড়া হয়েছে। অথচ ভালো ফর্মে থাকা ইতালির হুঙ্কার ছিল ইউরো কাপে, "ইটস রোম"। ইংল্যান্ডে ইউরো কাপ আয়োজন হয়েছিল। ইংল্যান্ড বনাম ইতালির ফাইনাল ম্যাচের হাই ভোল্টেজ ম্যাচের আগে আলোচনায় এসেছিলো " ইটস হোম ওর ইটস রোম!" ইংল্যান্ডের সমর্থকরা ইউরো ঘরেই আসবে মনে করেছিল। আবার ইতালির সমর্থকদের বিশ্বাস ছিল ইউরো যাবে রোমে। মানে ইতালি জিতবে। আর সেটাই হয়েছিল। ইতালির রক্ষনভাগের ফুটবলার বনুচিকে ম্যাচ জেতার পর সেটা বলতেও দেখা যায়। কিন্তু সেই ইউরো জয় থেকে হঠাৎ বিশ্বকাপে সুযোগ না অর্জন করতে পেরে এখন অনেকটাই আফসোস আজুরিদের।
শেষ ইউরো কাপে ইংল্যান্ডকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় বনুচিদের ইতালি। চমক দেখিয়ে রক্ষণাত্মক ফুটবল বাদ দিয়ে আক্রমনাত্মক ফুটবল মন জয় করেছিল সবার। কিন্তু ইউরো কাপের পর ছন্দপতন। যোগ্যতা অর্জন করতে পারলো না ইতালি। মন ভাঙে শুধু ইতালির সমর্থকদের। হতাশ হয়, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ফুটবলপ্রেমীরা। বিশ্বকাপের ইতিহাসে আজুরিদের অনুপস্থিতি এর আগেও ঘটেছে। আবার বিশ্বকাপের রেকর্ডে বহু বড় টিমকে হারিয়ে দিয়েছে ইতালি। বর্ণময় ইতিহাস নিয়েই রয়েছে ইতালি। কিন্তু ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর এবারও বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে অনেকেই কাতার বিশ্বকাপে অন্যতম সেরা ভাবছিলেন। ইউরো জয় করার পর বিশ্বকাপে সেলেনি, ডোনারুমাদের সুযোগ না পাওয়া বড় অঘটন বলেই মত ফুটবলমহলের।
৪ বার বিশ্বকাপ জয়। ৬ বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো ইতালি আবার স্বমহিমায় কামব্যাক করবে আশা সারা পৃথিবীর ফুটবলপ্রেমীদের। কিন্তু ডানিলের ইতালিও হিসেবে প্রথম ম্যাচ পরিচালনা করার সুযোগ অবশ্যই ইতালির বাড়তি পাওয়ানা বলাই যায়।