David Willey Retirement: বিশ্বকাপের মাঝপথেই সকলকে চমকে দিয়ে অবসর ঘোষণা ইংল্যান্ড তারকার
England Cricket Team: ইংল্যান্ডের জার্সিতে বাঁ-হাতি অলরাউন্ডার ৭০টি ওয়ান ডে এবং ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
নয়াদিল্লি: চলতি বিশ্বকাপে (ODI World Cup) গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড (England Cricket Team) একেবারেই ছন্দে নেই। ছয় ম্যাচের মধ্যে পাঁচটি হেরে আপাতত লিগ তালিকায় সবার নীচে ইংল্যান্ড। বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে জস বাটলারের নেতৃত্বাধীন দল। এরই মাঝে সকলকে চমকে দিয়ে অবসর ঘোষণা করলেন ইংল্য়ান্ডের তারকা অলরাউন্ডার ডেভিড উইলি (David Willey)।
৩৩ বছর বয়সি উইলি ২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে নিজের অভিষেক ঘটিয়েছিলেন। তারপর থেকে বাঁ-হাতি অলরাউন্ডার ৭০টি ওয়ান ডে এবং ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে চলতি বিশ্বকাপের পরেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন উইলি। তিনি এক বিবৃতিতে বলেন, 'এই দিনটা আসুক, আমি কোনওদিন চাইনি। ছোট্ট বেলা থেকে আমি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেছি। তবে অনেক বিচার বিবেচনা করে, আমার মনে হয়েছে যে এই বিশ্বকাপের শেষে সব ধরনের ক্রিকেট থেকে আমার অবসর নেওয়ার সময় এসে গিয়েছে। আমি এই জার্সিটা পরতে পারায় গর্বিত এবং এর জন্য আমি নিজের সবটা উজাড় করে দিয়েছি।'
উইলি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর এই সিদ্ধান্তের সঙ্গে চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের খারাপ পারফরম্যান্সের কোনওরকম কোনও সম্পর্ক নেই। 'আমার এখনও মাঠ এবং মাঠের বাইরে ক্রিকেটকে দেওয়ার জন্য অনেক কিছু রয়েছে বলেই আমি মনে করি। আমার এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের দলের বিশ্বকাপ পারফরম্যান্সের কিন্তু কোনও সম্পর্ক নেই। আমি নিশ্চিত যে যারা আমায় চেনেন, তাঁরা সকলেই জানেন যে এই সিদ্ধান্তের জেরে বিশ্বকাপের বাকি সময়টায় দলের প্রতি আমার দায়বদ্ধতায় কোনওরকম কোনও প্রভাব পড়বে না।' জানান উইলি।
— David Willey (@david_willey) November 1, 2023
উইলি ৫০ ওভারের ক্রিকেটে ব্যাট হাতে ৬২৭ রান করছেন এবং বল হাতে ৩০.৩ গড় এবং ৫.৫৭ ইকোনমিতে ৯৪টি উইকেট নিয়েছেন। বিশ ওভারের ক্রিকেটে উইলি ২২৬ রান করার পাশাপাশি ২৩.১ গড় ও ৮.১৮ ইকোনমিতে ৫১টি উইকেট নিয়েছেন। এই মরশুম শুরুর আগে কাউন্টি ক্রিকেটে নর্দম্যাম্পটনশায়ারকে বিদায় জানিয়ে ইয়র্কশায়ারে ফিরেছেন তিনি। চার বছরের চুক্তিও সই করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও, তিনি ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: নিজের পছন্দের মাঠ ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে আবেগঘন রোহিত