এক্সপ্লোর

ODI World Cup 2023: রোহিতদের শেষ চারে পৌঁছনো কার্যত পাকা, সেমিফাইনালের দৌড়ে কোন দল এগিয়ে, কারা পিছিয়ে?

CWC 2023: এখনও পর্যন্ত একমাত্র দল হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর দৌড় থেকে সরকারিভাবে শুধু বাংলাদেশই ছিটকে গিয়েছে।

নয়াদিল্লি: রমরমিয়ে চলছে বিশ্বকাপের ODI World Cup 2023) আসর। মেগা টুর্নামেন্টে ইতিমধ্যেই ৪৮টি ম্যাচের মধ্যে ৩১টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। জমে উঠেছে বিশ্বকাপের শেষ চারে পৌঁছনোর দৌড়ও। গতকাল ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিরুদ্ধে পরাজিত হয়েছে বাংলাদেশ (Bangladesh Cricket Team)। এই পরাজয়ের জেরেই প্রথম দল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর দৌড় থেকে সরকারিভাবে ওপার বাংলার দল ছিটকে গিয়েছে। তবে বাকি নয় দল কিন্তু এখনও বিশ্বকাপের শেষ চারে পৌঁছতে পারে। 

কোন অঙ্কে নয় দলগুলি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে পারবে, দেখে নেওয়া যাক। 

ভারত- 

একমাত্র দল হিসাবে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ছয় ম্যাচ খেলে ছয়টিতেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় দল এরপর শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। আর এক ম্যাচ জিততে পারলেই ভারতীয় দল সরকারিভাবে সেমিফাইনালে পৌঁছে যাবে।

দক্ষিণ আফ্রিকা-

লিগ তালিকায় ভারতের পরেই দুই নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা (South Africa Cricket Team)। প্রোটিয়ারা নিউজ়িল্যান্ড, ভারত এবং আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। যে কোনও দুই ম্যাচ জিততে পারলেই দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে পৌঁছে যাবে। অবশ্য তার থেকে কম ম্যাচ জিতেও প্রোটিয়াদের সেমিফাইনালে পৌঁছনোর সুযোগ রয়েছে।

নিউজ়িল্যান্ড-

কিউয়িরা আপাতত ছয়টি ম্যাচ খেলে চারটি ম্যাচ জিতেছে। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের ম্যাচ বাকি। তাঁদের নেট রান রেট ভাল হওয়ায় কিউয়িরা কিন্তু দুই ম্যাচ খেলেই আবারও একবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে যেতে পারে।

অস্ট্রেলিয়া-

ছয় ম্যাচের মধ্যে নিউজ়িল্যান্ডের মতো অস্ট্রেলিয়াও চারটি ম্যাচ জিতেছে। তবে কিউয়িদের থেকে তাঁদের নেট রান রেট খারাপ হওয়ায় ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ, তিন দলের বিরুদ্ধেই জিততে হবে রেকর্ড চ্যাম্পিয়নদের। এক ম্যাচ হারলেই অজ়িদের অপর দলগুলির ফলাফল এবং নেট রান রেটের উপর নির্ভর করতে হবে।

পাকিস্তান-

ইতিমধ্যেই বাকি আট দলের থেকে এক ম্যাচ বেশি, সাতটি ম্যাচ খেলেছে পাকিস্তান (Pakistan Cricket Team)। বাংলাদেশকে গতকাল হারালেও, তিন ম্যাচ জেতা পাকিস্তানের সেমিফাইনালের পথ একেবারেই সুগম নয়। পাকিস্তান দলকে নিজেদের বাকি দুই ম্যাচ তো জিততে বটেই, পাশাপাশি অন্য দলগুলির ওপরও নির্ভর করতে হবে। বাবর আজমরা চাইবেন যেন অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নিউজ়িল্যান্ড এবং শ্রীলঙ্কা নিজেদের বাকি ম্যাচগুলিতে পরাজিত হয়। ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে পাক দলের মাঠে নাম বাকি।

আফগানিস্তান-

এর আগে ৫০ ওভারের বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ জিতলেও, চলতি বিশ্বকাপেই ইতিমধ্যেই তিন তিনটি প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়েছে আফগানিস্তান। তাই রশিদ খানদের হেলাফেলা করার কোনও জায়গা নেই। আফগানরা এরপর যথাক্রমে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। এই তিন ম্যাচে জয়ের পাশাপাশি আফগানিস্তান চাইবে যেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নিউজ়িল্যান্ডের ম্যাচের ফলাফলগুলি তাদের পক্ষে হয়।

শ্রীলঙ্কা-

শ্রীলঙ্কার সেমিফাইনালে পৌঁছনো ভীষণই কঠিন। সর্বাধিক ১০ পয়েন্ট পেতে পারে শ্রীলঙ্কা। তাঁদের বাকি ম্যাচগুলি ভারত, বাংলাদেশ এবং নিউজ়িল্যান্ডের বিপক্ষে। নিজেদের সব ম্যাচ জিতলেও, তাই অন্যের ভরসায় থাকতে হবে দ্বীপরাষ্ট্রকে।

নেদারল্যান্ডস-

এই টুর্নামেন্টের সারপ্রাইজ প্যাকেজ নেদারল্যান্ডস দল। ডাচ অধিনায়ক স্কট এডুয়ার্ডস বারংবার বলে এসেছেন যে সেমিফাইনালে পৌঁছনো এবং ছয় ম্যাচ পরেও সেমিফাইনালের দৌড়ে টিকে থাকাই তাঁদের লক্ষ্য। সেই লক্ষ্যে যে তাঁরা সফল হয়েছে তা বলেই বাহুল্য। টুর্নামেন্টের ইনফর্ম দল দক্ষিণ আফ্রিকাকে হারানোর পাশাপাশি ইডেনে বাংলাদেশকেও পর্যুদস্ত করেছেন ডাচরা। তবে তাঁদের সেমিফাইনালে পৌঁছনোর সম্ভাবনা খুবই ক্ষীণ। 

ইংল্যান্ড-

গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়ন দল থেকে খুব বেশি বদলও ঘটেনি এবারের ইংল্যান্ড দলে। উপরন্তু, তাঁরা সদ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছিল। তাই স্বাভাবিকভাবেই ইংল্যান্ডকে এবারের বিশ্বকাপেরও অন্যতম ফেভারিট হিসাবে গণ্য করছিলেন বিশেষজ্ঞরা। তবে এ যেন ইন্দ্রপতন। চলতি বিশ্বকাপে ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই হারতে হয়েছে জস বাটলারের নেতৃত্বাধীন দলকে। খাতায় কলমে এখনও তাঁদের সেমিফাইনালে পৌঁছনোর আশা থাকলেও, এই পরিস্থিতি থেকে ইংল্যান্ড শেষ চারে পৌঁছবে এমন আশা সম্ভবত খুব বড় ইংল্যান্ড সমর্থকরাও করছেন না। আপাতত তাঁরা পয়েন্ট তালিকায় সবচেয়ে নীচে।

বাংলাদেশ-

গতকাল ইডেন গার্ডেন্সে শাকিব আল হাসানরা পাকিস্তানের বিরুদ্ধে সাত উইকেটে পরাজিত হয়েছিল। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর বাংলাদেশ নাগাড়ে ছয় ম্যাচ হেরেছে। এর ফলে এখনও একমাত্র দল হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর দৌড় থেকে ছিটকে গিয়েছে ওপার বাংলার দল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: পাকিস্তান-বাংলাদেশ ম্যাচে বিতর্কের ঝড়, ইডেন থেকে আটক চার ব্যক্তি

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Gujarat Titans vs Punjab Kings: জোরা ধাক্কার পর কিংসের হয়ে দুরন্ত হাফসেঞ্চুরি অধিনায়ক শ্রেয়সের, কত রান করবে পাঞ্জাব?
অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া অধিনায়ক শ্রেয়সের, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রেকর্ড রান তুলল পাঞ্জাব কিংস
West Bengal News Live Blog : পার্কিং বিবাদে এবার চিংড়িঘাটায় মহিলাকে থান ইট দিয়ে মার
পার্কিং বিবাদে এবার চিংড়িঘাটায় মহিলাকে থান ইট দিয়ে মার
IPL 2025: সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে পন্থরা? DC-র বিরদ্ধে পরাজয়ের পর সাজঘরে কী বললেন LSG কর্ণধার?
সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে পন্থরা? DC-র বিরদ্ধে পরাজয়ের পর সাজঘরে কী বললেন LSG কর্ণধার?
Malda News: প্রেমিকের সঙ্গে পালিয়ে রিল তৈরি, পরে স্বামীকে হোয়াটসঅ্যাপে শেয়ার ! জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' করলেন ব্যক্তি
প্রেমিকের সঙ্গে পালিয়ে রিল তৈরি, পরে স্বামীকে হোয়াটসঅ্যাপে শেয়ার ! জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' করলেন ব্যক্তি
Advertisement
ABP Premium

ভিডিও

Kolkata News: আমডাঙায় দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য । ঘটনাস্থলে আনা হয়েছে স্নিফার ডগ | ABP Ananda LIVEKolkata News: কেওড়াতলা মহাশ্মশানের উল্টোদিকে আগুন,  ঝলসে আহত ১ | ABP Ananda LIVERabindrabharati University: জোড়াসাঁকো ক্যাম্পাসের বাইরে জমায়েত-বিক্ষোভ, মোতায়েন প্রচুর পুলিশ | ABP Ananda LIVETMC News:পঞ্চায়েতের তৃণমূল প্রধান বাপ্পা মণ্ডলের বাড়ির পাঁচিলে মিষ্টির প্যাকেটের মধ্যে বোমা !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gujarat Titans vs Punjab Kings: জোরা ধাক্কার পর কিংসের হয়ে দুরন্ত হাফসেঞ্চুরি অধিনায়ক শ্রেয়সের, কত রান করবে পাঞ্জাব?
অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া অধিনায়ক শ্রেয়সের, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে রেকর্ড রান তুলল পাঞ্জাব কিংস
West Bengal News Live Blog : পার্কিং বিবাদে এবার চিংড়িঘাটায় মহিলাকে থান ইট দিয়ে মার
পার্কিং বিবাদে এবার চিংড়িঘাটায় মহিলাকে থান ইট দিয়ে মার
IPL 2025: সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে পন্থরা? DC-র বিরদ্ধে পরাজয়ের পর সাজঘরে কী বললেন LSG কর্ণধার?
সঞ্জীব গোয়েঙ্কার রোষের মুখে পন্থরা? DC-র বিরদ্ধে পরাজয়ের পর সাজঘরে কী বললেন LSG কর্ণধার?
Malda News: প্রেমিকের সঙ্গে পালিয়ে রিল তৈরি, পরে স্বামীকে হোয়াটসঅ্যাপে শেয়ার ! জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' করলেন ব্যক্তি
প্রেমিকের সঙ্গে পালিয়ে রিল তৈরি, পরে স্বামীকে হোয়াটসঅ্যাপে শেয়ার ! জীবিত স্ত্রীর 'শ্রাদ্ধ' করলেন ব্যক্তি
Stock Market Today : ৩ লক্ষ কোটি টাকা ক্ষতি বিনিয়োগকারীদের, আজ ফ্ল্যাট ক্লোজিং দিল বাজার, ফের পড়বে ?  
৩ লক্ষ কোটি টাকা ক্ষতি বিনিয়োগকারীদের, আজ ফ্ল্যাট ক্লোজিং দিল বাজার, ফের পড়বে ?  
RR vs KKR: প্রথম ম্যাচে ডাহা ব্যর্থ রাসেল-রিঙ্কু, নাইট শিবিরে বাড়ছে উদ্বেগ? কী বলছেন বোলিং কোচ ভরত অরুণ?
প্রথম ম্যাচে ডাহা ব্যর্থ রাসেল-রিঙ্কু, নাইট শিবিরে বাড়ছে উদ্বেগ? কী বলছেন বোলিং কোচ ভরত অরুণ?
Kalyan On Suvendu: 'শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম'! বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
'শুভেন্দু সত্যি সত্যিই মার খেলে খুশি হতাম' ! বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Darjeeling Hospital Incident: মদ খেয়ে অ্যাসিসস্টেন্ট সুপারকে ধারালো অস্ত্রের আঘাত, দার্জিলিঙের ঘটনায় আতঙ্ক
মদ খেয়ে অ্যাসিসস্টেন্ট সুপারকে ধারালো অস্ত্রের আঘাত, দার্জিলিঙের ঘটনায় আতঙ্ক
Embed widget