ODI World Cup 2023: কিউয়িদের জয়ে ইডেনে কি ভারত-পাকিস্তান সেমিফাইনালের আদৌ কোন সম্ভাবনা অবশিষ্ট রয়েছে?
Pakistan Cricket Team: পাকিস্তান সেমিফাইনালে উঠলে তারা ইডেন গার্ডেন্সে ম্যাচ খেলবে তা পূর্বনির্ধারিত। তাই বাবররা শেষ চারে কোয়ালিফাই করলে ক্রিকেটের নন্দন-কাননেই হবে ভারত-পাক সেমিপাইনাল দ্বৈরথ।
![ODI World Cup 2023: কিউয়িদের জয়ে ইডেনে কি ভারত-পাকিস্তান সেমিফাইনালের আদৌ কোন সম্ভাবনা অবশিষ্ট রয়েছে? ODI World Cup 2023: IS there any possibility of India vs Pakistan semi final in the Eden Gardens, know details ODI World Cup 2023: কিউয়িদের জয়ে ইডেনে কি ভারত-পাকিস্তান সেমিফাইনালের আদৌ কোন সম্ভাবনা অবশিষ্ট রয়েছে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/09/39dbec762280b1ccb83d92532ea48eff1699547363631507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায় কোনও রাখঢাক না করেই সাফ জানিয়ে দেন তিনি বিশ্বকাপের (ODI World Cup 2023) সেমিফাইনালে ভারত-পাকিস্তানের দ্বৈরথ দেখতে চান। যেহেতু পাকিস্তান (Pakistan Cricket Team) সেমিফাইনাল পৌঁছলে ইডেন গার্ডেন্সে তারা খেলবে বলে পূর্ব নির্ধারিত ছিল, তাই সেক্ষেত্রে ভারত-পাকিস্তান সেমিফাইনাল হলে ক্রিকেটের নন্দন কাননেই হবে। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজ়িল্যান্ড (NZ vs SL) দাপুটে জয় পাওয়ায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সেমিফাইনাল হওয়ার কি আদৌ কোনও সম্ভাবনা আর অবশিষ্ট রয়েছে?
শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৭২ রান তাড়া করতে নেমে ১৬০ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেন কেন উইলিয়ামসনরা। এই জয়ের সুবাদে নয় ম্যাচ শেষে নিউজ়িল্যান্ডের পয়েন্ট দাঁড়াল ১০। তাঁদের নেট রান রেট ০.৭৪৩। এই জয়ের সুবাদে নিউজ়িল্যান্ড সেমিফাইনালের দিকে এক পা বাড়িয়েই রেখেছে। তাদের সেমিফাইনাল না পৌঁছলে একেবারে অবিশ্বাস্য জয় পেতে হবে পাকিস্তানকে।
ইডেন গার্ডেন্সে শনিবার, ১১ নভেম্বর গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। সেই ম্যাচে বাবর আজমদের জিততে তো হবেই। সেক্ষেত্রে নিউজ়িল্যান্ডের সমান ১০ পয়েন্টে গ্রুপ পর্ব শেষ করব পাকিস্তান। তবে তাতেই কিন্তু সেমিফাইনালে পৌঁছনো নিশ্চিত নয় পাকিস্তানের। পাকিস্তান ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতলে সেক্ষেত্রে নেট রান রেটে ভর করে নির্ধারিত হবে চার সেমিফাইনালিস্ট। ঠিক কোন অঙ্কে শেষ চারে পৌঁছতে পারে পাকিস্তান?
বাবর আজমরা যদি জস বাটলারদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করেন, তাহলে সেমিফাইনালে পৌঁছতে হলে বাবরদের ২৮৭ রানের ব্যবধানে ম্যাচ জিততে হবে। আর পাকিস্তান যদি দ্বিতীয় ব্যাট করে, তাহলে যা পরিসংখ্যান, তাতে পাকিস্তানের অতি বড় সমর্থকও সেমিফাইনালে পৌঁছনোর আশা দেখবে না। রান তাড়া করলে পাকিস্তান ইংল্যান্ডকে ৫০ রানের মধ্যে বেঁধে রাখতে পারলে দুই ওভারে যদি রান তাড়া করে পাকিস্তান, তাহলেই তারা সেমিফাইনালে পৌঁছবে। রানটা ১০০ হলে পাকিস্তানের হাতে থাকবে তিন ওভার। অর্থাৎ বোঝাই যাচ্ছে পাকিস্তানের সেমিতে পৌঁছনোর বিন্দুমাত্র আশাও যা আছে, তাতে তাদের প্রথমে ব্যাট করতেই হবে।
আফগানিস্তানের (Afghanistan Cricket Team) নেট রান রেট (-০.৩৩৮) পাকিস্তানের (০.০৩৬) থেকেও খারাপ। সেই কারণেই রশিদ খানদের সেমিফাইনালে পৌঁছনোর সম্ভাবনা খাতায় কলমে না হলেও, আদপে যে শেষ হয়ে গিয়েছে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: শনিবার ইডেনে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ, রাতে বিশেষ মেট্রোর ঘোষণা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)