ODI World Cup 2023: দল হারলেও, চিপকেই বিশ্বকাপের মঞ্চে অভিনব রেকর্ড গড়লেন মিচেল স্টার্ক
Mitchell Starc: মিচেল স্টার্ক ভারতের বিরুদ্ধে রবিবার ৩১ রান খরচ করে ঈশান কিষাণের উইকেটটি নেন।
চেন্নাই: ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) মিচেল স্টার্কের (Mitchell Starc) রেকর্ড বেশ ঈর্ষণীয়। বিশ্বকাপের সর্বকালীন উইকেটসংগ্রাহকদের তালিকায় প্রথম পাঁচে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা বোলার। ভারতের বিরুদ্ধে (IND vs AUS) রবিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ঈশান কিষাণের উইকেট নিয়েই তিনি সর্বকালীন এক ইতিহাসও গড়ে ফেললেন।
ঈশান কিষাণের উইকেটটি ওয়ান ডে বিশ্বকাপে স্টার্কের ৫০তম উইকেট। মাত্র পঞ্চম বোলার হিসাবে বিশ্বকাপে ৫০টি উইকেট নেওয়ার কৃতিত্ব নিজের নামে করেন স্টার্ক। তিনি দ্রুততম বোলার হিসাবে ৫০ ওভারের বিশ্বকাপে ৫০টি উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করলেন। মাত্র ১৯টি বিশ্বকাপ ম্যাচে ৫০টি উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক। তাঁর বোলিং গড় ১৫.১৪। ২৮ রানের বিনিময়ে ছয়টি উইকেট নেওয়া তাঁর সেরা বোলিং স্পেল।
মিচেল স্টার্ক ২০১৫ সালের বিশ্বকাপে ২২টি উইকেট নিয়েছিলেন। সেইবার চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া, টুর্নামেন্ট সেরা হয়েছিলেন স্টার্ক। তবে ২০১৯ সালে তিনি আরও বেশি উইকেট নেন। ১০টি বিশ্বকাপ ম্যাচে চার বছর আগে স্টার্ক ২৭টি উইকেট নেন। এটি যে কোনও এক বিশ্বকাপে কোনও বোলারের নেওয়া সর্বকালের সর্বাধিক উইকেট। এবার বিশ্বকাপে উইকেট নেওয়ার বিচারে আরও একটি রেকর্ড নিজের নামে করলেন তারকা অজ়ি বোলার।
বিশ্বকাপে সর্বকালের সর্বাধিক উইকেট নিয়েছেন গ্লেন ম্যাকগ্রা। তাঁর সংগ্রহে ৭১টি উইকেট রয়েছে। স্টার্ক গত দুই বিশ্বকাপে যা পারফর্ম করেছেন, সেই ধারা যদি এবারও অব্যাহত থাকে, তাহলে স্টার্ক কিন্তু স্বদেশীয় ম্যাকগ্রাকে পিছনে ফেলে দিতেই পারেন।
তবে স্টার্কের এই পারফরম্যান্স সত্ত্বেও ভারত ৫২ বল বাকি থাকতেই ছয় উইকেটে সহজেই জয় ছিনিয়ে নেয়। ম্যাচে ভারতের সামনে লক্ষ্য মাত্র ২০০ রানের। আর সেই রান তুলতে গিয়েই কিনা ভারতের স্কোর হয়ে গেল ২ রানে ৩ উইকেট! ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন ঈশান কিষাণ (০), রোহিত (০), শ্রেয়স আইয়ার (০)। কেউ কেউ বিশ্বাসই করতে পারছিলেন না যে, এটা ক্রিকেট ম্যাচ চলছে। মনে হচ্ছিল যেন ফুটবল ম্যাচের স্কোরলাইন। দুশোও তখন যেন কয়েক নটিক্যাল মাইল দূরে।
সেখান থেকে পাল্টা লড়াই বিরাট কোহলি ও কে এল রাহুলের ব্যাটে। ১১৬ বলে ৮৫ রান করলেন কোহলি। আর রাহুল ১১৫ বলে ৯৭ রানে অপরাজিত রইলেন। রাহুলের ওয়ান ডে কেরিয়ারের সেরা ইনিংস বললেও অত্যুক্তি হবে না। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হল। একটা সময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, সেঞ্চুরি পূর্ণ করতে একটি চার ও একটি ছয় ছয় মারতে হতো। কিন্তু ছয় মেরে বসেন রাহুল। সেঞ্চুরি অপূর্ণ থেকে যায়। ৪১.২ ওভারে ম্য়াচ জিতে নেয় ভারত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে আমদাবাদে কমলা জার্সি পরে মাঠে নামবে ভারত?