ODI World Cup 2023: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগেই আফগানিস্তান শিবিরে সচিন তেন্ডুলকর
Afghanistan Cricket Team: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে আফগানিস্তানের ক্রিকেটারদের সঙ্গে দেখা করার জন্য সচিনকে ধন্যবাদ জানান রশিদ খান।
মুম্বই: চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) দুরন্ত ছন্দে রয়েছে আফগানিস্তান (Afghanistan Cricket Team)। ইতিমধ্যেই বিগত পাঁচ ম্যাচের মধ্যে চার ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছনোর দৌড়ে রয়েছেন আফগানরা। মঙ্গলবার, ৭ নভেম্বর আফগানিস্তান ওয়াংখেড়ের মাঠে নাগাড়ে পাঁচ ম্যাচ জয়ী অস্ট্রেলিয়ার (Afghanistan vs Australia) বিরুদ্ধে মাঠে নামবে। সেমির দৌড়ে থাকা দুই দলের মধ্যে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্ণ সম্ভাবনা রয়েছে। সেই ম্যাচের আগেই আফগান শিবিরে হাজির সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।
সচিনের সঙ্গে দেখা করার পাশাপাশি ছবিও তোলেন আফগানিস্তানের সকল ক্রিকেটাররা। আফগানিস্তানের দুরন্ত বিশ্বকাপের জন্য তাঁদের শুভেচ্ছা জানিয়ে সচিন সেমিফাইনালে পৌঁছনোর লড়াইয়ের জন্যও আফগানদের উদ্বুদ্ধ করেন। তাঁর সঙ্গে সাক্ষাতের পর স্বাভাবিকভাবে আপ্লুত আফগানিস্তানের মহাতারকা রশিদ খান (Rashid Khan)। সচিনের সঙ্গে দেখা হওয়াটা তাঁর কাছে অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই।
আইসিসিকে এক সাক্ষাৎকারে রশিদ বলেন, 'এটা সকলের জন্যেই এক বিশেষ মুহূর্ত। বিশেষ মুহূর্তে ওয়াংখেড়েতে ওঁর সঙ্গে দেখা হওয়ার অনুভূতিটা আলাদাই। ওঁ না না ইতিবাচক কথা বলে সকলকে উদ্বুদ্ধ করেছেন। সচিনের সঙ্গে দেখা হওয়াটা তো অনেকের কাছেই স্বপ্ন সত্যি হওয়ার মতো।'
Sachin Tendulkar pays the Afghanistan camp a visit 👏#CWC23 pic.twitter.com/bMd165kFBs
— ICC (@ICC) November 6, 2023
টানটান ম্যাচের আগে দলের সঙ্গে দেখা করার জন্য সচিনকে ধন্যবাদও জানাতে ভোলেননি রশিদ। 'আমি আপনাকে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। আপনার খেলা দেখেই অনেকেই ক্রিকেট খেলাটা শুরু করেছে। আপনি সকলের আফগানদের জন্য আদর্শ। তাই সকল আফগানদের তরফে এখানে এসে আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আমি অনেক ধন্যবাদ জানাতে চাই। আমি নিশ্চিত এর ফলে দলের সকলেই উদ্বুদ্ধ হবে। আপনার সঙ্গে দেখা করাটা সত্যিই সকলের কাছে স্বপ্নের মতো।' বলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার।
বর্তমানে আফগানিস্তান লিগ তালিকায় ছয় নম্বরে রয়েছে। সাত ম্যাচের মধ্যে চারটি জিতে আট পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। অপরদিকে, অস্ট্রেলিয়ার ঝুলিতে ১০ পয়েন্ট রয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে অজ়িরা জিতলে তাঁদের সেমিফাইনাল কার্যত পাকা। আর আফগানরা জিতলে রশিদদরা কিন্তু সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে যাবে। তাই এই ম্যাচ কিন্তু রোমাঞ্চকর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে লজ্জাজনক হারের জের, বরখাস্ত হল গোটা শ্রীলঙ্কান বোর্ড