ODI World Cup 2023: বেঙ্গালুরুতে অনবদ্য ইনিংস, বিশ্বকাপের মঞ্চে প্রথম সেঞ্চুরি হাঁকালেন শ্রেয়স
Shreyas Iyer: ৮৪ বলে নিজের কেরিয়ারের চতুর্থ শতরান হাঁকালেন শ্রেয়স আইয়ার।
বেঙ্গালুরু: নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED) ম্যাচে ৮৪ বলে নিজের কেরিয়ারের চতুর্থ শতরান হাঁকালেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তবে বিশ্বকাপের মঞ্চে এটাই শ্রেয়সের প্রথম শতরান। নয়টি চার ও দুইটি ছক্কা হাঁকিয়ে নিজের শতরান পূরণ করলেন তিনি।
এদিন টসে জিতে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। আটটি ম্যাচ জিতে ইতিমধ্যেই সেমিফাইনালে নিজেদের স্থান পাকা করে রেখেছে টিম ইন্ডিয়া। অপরদিকে, নেদারল্যান্ডস আগেই বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তাই এই ম্যাচটা দুই দলের কাছেই নিয়মরক্ষার ম্যাচই বটে। সামনেই সেমিফাইনালের লড়াই। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়েতে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ২০১৯ সালের সেমিফাইনালে কিউয়িদের বিরুদ্ধে হেরেই বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। সেই হারের বদলা নেওয়ার সুযোগ রয়েছে ভারতের সামনে।
সেমিফাইনালের লড়াইয়ের আগে তাই নিজেদের ব্যাটিং ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ ছিল এই ম্যাচেই। ভারতীয় ব্যাটাররা কিন্তু ঠিক সেটাই করলেন। দুই ভারতীয় ওপেনার শুভমন গিল এবং রোহিত ভারতের হয়ে শতরানের পার্টনারশিপে দুরন্ত শুরুটা করেন। দুইজনে অর্ধশতরান হাঁকিয়ে সাজঘরে ফেরার পর ভারতীয় ইনিংসকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন বিরাট কোহলি ও শ্রেয়স। দুইজনে ৭১ রানের পার্টনারশিপ গড়েন। শ্রেয়স ৪৮ বলে অর্ধশতরান হাঁকান।
𝘾𝙀𝙉𝙏𝙐𝙍𝙔 for Shreyas Iyer in Bengaluru! 💯
— BCCI (@BCCI) November 12, 2023
A memorable maiden World Cup HUNDRED for him 👏👏#TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNED pic.twitter.com/D2sYE1Xjr4
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন গার্ডেন্সেও তিনি অর্ধশতরান হাঁকিছিলেন। দুরন্ত ছন্দে থাকলেও, সেবার শতরান হাতছাড়া করেছিলেন তিনি। তবে এবার তেমনটা হল না। তাঁর গোটা ইনিংস জুড়েই ডাচ বোলারদের শাসন করেন ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার। যে পুল শট তাঁকে বারংবার সমস্যায় ফেলেছে, সেই পুল শটও খেলতে দেখা গেল তাঁকে। শ্রেয়স এবং রাহুলের দুরন্ত ব্যাটিংয়ে ভর করেই ভারতীয় দল ৪০০ রানের দিকে এগোচ্ছে।
বেঙ্গালুরুর মাঠ ছোট এবং পিচ ব্যাটিং সহায়ক হলেও, ভারত যে রানের দিকে এগোচ্ছে, তাতে নেদারল্যান্ডসের জন্য যে কড়া চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে, তা বলাই বাহুল্য।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: অপরাজিতভাবেই বিশ্বকাপ জিতবে ভারত, আশাবাদী ভিভ রিচার্ডস