P Sen Trophy: পি সেন ট্রফির সেমিফাইনালে পৌঁছল মোহনবাগান ও ভবানীপুর
P Sen Trophy 2023: মোহনবাগান ও ভবানীপুর, উভয়েই চার উইকেটে নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেছে।
কলকাতা: দীর্ঘ ছয় বছর পর সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের উদ্যোগেই ফের একবার পি সেন ট্রফি আয়োজিত হচ্ছে। এবার এই টুর্নামেন্টের দুই সেমিফাইনালিস্টও নির্ধারিত হয়ে গেল। বড়িশা স্পোর্টিং ক্লাবকে (Barisha Sporting Club) হারিয়ে শেষ চারে পৌঁছল মোহনবাগান (Mohun Bagan A.C), টাউন ক্লাবের (Town Club) বিরুদ্ধে জয় পেল ভবানীপুর (Bhowanipore Club)।
মঙ্গলবার, ২০ জুন নক আউট টুর্নামেন্টের দুই কোয়ার্টার ফাইনাল আয়োজিত হয়। দিনের প্রথম ম্যচে বড়িশা টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। বড়িশার হয়ে অগ্নিভ পান ৭৮ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংস ভর করেই ৫০ ওভারে ২১১ রান তোলে বড়িশা। বল হাতে সবুজ মেরুনের হয়ে দীপক পুনিয়া (Deepak Punia) ৪৬ রানের বিনিময়ে চারটি উইকেট নেন। জবাবে কাজি জুনেইদ সঈফির (Kazi Junaid Saifi) ৫৭ ও অভিষেক পোড়েলের (Abishek Porel) অপরাজিত ৪৫ রানে চার উইকেটে সহজেই ম্যাচ জিতে নেয় মোহনবাগান।
দিনের দ্বিতীয় ম্যাচে ইডেন গার্ডেন্সে টাউন ক্লাব ও ভবানীপুর মুখোমুখি হয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে টাউন ক্লাব। তবে তাঁরা গোটা ওভার ব্যাট করতে পারিনি। ৪৩ ওভারেই ২০৯ রানে অল আউট হয়ে যায় টাউন ক্লাব। ভবানীপুরের হয়ে জেসল কারিয়া ২২ রানের বিনিময়ে তিন ও চিরাগ জানি ৩৭ রানের বিনিময়ে দুই উইকেট নেন। টাউন ক্লাবের হয়ে সন্দীপ তোমার ৫৮ ও নবীন আমেদ ৪৪ রান করেন।
ভবানীপুরের সামনে চ্যালেঞ্জ কঠিন হলেও মুশকিল ছিল না। কিন্তু অনুষ্টুপ মজুমদারের (Anustup Majumdar) দুরন্ত অর্ধশতরানে সহজেই ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় ভবানীপুর। অনুষ্টুপ ৫১ রান করেন। বলে হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ৩২ রানের সুন্দর ইনিংস খেলেন জেসল। গতকাল সিএসবি সভাপতি একাদশ ও তপন মেমোরিয়াল ক্লাব প্রথম দুই দল হিসাবে এই টুর্নামেন্টের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল। বৃষ্টিতে ম্যাচ খেলা সম্ভব না হওয়ায় সিএসবি জেলা একাদশের বিরুদ্ধে টসে ম্যাচ জিতে নেয় তপন মেমোরিয়াল। অপরদিকে, চার বল বাকি থাকতে সাত উইকেটে পূর্ব রেলওয়ে স্পোর্টস অ্যাসোসিয়েশনকে হারায় সিএবি সভাপতি একাদশ।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: লেখার দক্ষতা বাড়াতে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে?