Pahalgam Attack: বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছিল আফ্রিদির ভাই? সেই কারণেই এত ভারত-বিদ্বেষ পাক ক্রিকেটারের?
Shahid Afridi: কেন ভারতের ওপর এত বিদ্বেষ পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের? কেন বারবার আগ্রাসী মন্তব্য করেন তারকা অলরাউন্ডার?

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Attack) সন্ত্রাসবাদী হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যুর পর ভারত সরকার ও ভারতীয় সেনাবাহিনিকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি। এমনকী, গোটাটাই ভারতের নাটক বলেও দাবি করেছিলেন। যে কারণে তীব্র ধিক্কারের শিকার হন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। যিনি সাফ দাবি করেছিলেন, পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের যোগের প্রমাণ দিতে হবে ভারতকে।
কিন্তু কেন ভারতের ওপর এত বিদ্বেষ পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের? কেন বারবার আগ্রাসী মন্তব্য করেন তারকা অলরাউন্ডার?
পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানি নেতারা উস্কানিমূলক মন্তব্য করেই চলেছেন। কিছুদিন আগে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদিও ভারতের বিরুদ্ধে বিষ বর্ষণ করেন। তবে এই প্রথম ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলেন না আফ্রিদি। আগেও করেছেন। দাবি করা হয় যে, আফ্রিদির ভারত বিদ্বেষের নেপথ্যে রয়েছে ২২ বছর আগের একটি ঘটনা।
কোনও কোনও মহল থেকে দাবি করা হয় যে, ২০০৩ সালে আফ্রিদির ভাইকে BSF-এর জওয়ানরা ধাওয়া করে গুলি করে হত্যা করেন। মনে করা হয়, ২২ বছর আগের সেই ঘটনাই আফ্রিদির ভারতের প্রতি ঘৃণার প্রকৃত কারণ।
শাহিদ আফ্রিদি কেন ভারতকে ঘৃণা করেন?
শাহিদ আফ্রিদি সম্প্রতি ভারতের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। দাবি করেছিলেন যে, ভারত নিজেই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়, কিন্তু দায় চাপায় পাকিস্তানের ওপর। দাবি করা হয় যে, আফ্রিদির এক ভাইয়ের জঙ্গি যোগ ছিল। ২০০৩ সালে শাহিদ আফ্রিদির সেই ভাই শাকিবকে BSF-এর জওয়ানরা তাড়া করে গুলি করেন। সে বছর অনন্তনাগে উগ্রপন্থীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনার হাতে শাকিব নিহত হয়।
জানা গিয়েছে যে, শাকিব হরকত-উল-আনসারের ব্যাটালিয়ন কমান্ডার ছিল। তার যোগসূত্র ছিল হাফিজ সঈদের সঙ্গেও। শাকিবকে হত্যার পর BSF উদ্ধার হওয়া নথির ভিত্তিতে বলেছিল যে, শাকিব পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির তুতো ভাই। অনেকে মনে করেন, সেই থেকেই আফ্রিদির মনে ভারতের প্রতি বিদ্বেষ।
যদিও শাকিবের সঙ্গে সম্পর্কের কথা শাহিদ আফ্রিদি স্বীকার করেননি। তিনি জানিয়েছেন যে, শাকিব নামে তাঁর কোনও ভাই নেই। উল্লেখ্য, শাকিব পেশোয়ারের বাসিন্দা ছিলেন এবং মৃত্যুর দেড় বছর আগে পর্যন্ত তিনি অনন্তনাগ এলাকায় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িয়ে ছিলেন। শাকিবের সম্পর্কে প্রশ্ন করা হলে শাহিদ আফ্রিদি বলেছিলেন যে, পাকিস্তানে পাঠান পরিবার অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তিনি তাঁর অনেক খুড়তুতো ভাইকে ভুলে গিয়েছেন।




















