World Club T20 Championship: পাকিস্তানকে ২২ গজে আরও কোনঠাসা করছে আইসিসি, কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?
Pakistan Cricket: ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ডের উদ্যোগে, আইসিসির তরফে এই বৈঠকে গোটা বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগের সিইও-রা উপস্থিত হয়েছিলেন।কিন্তু পিএসএলের সিইও সেখানে উপস্থিত ছিলেন না।

করাচি: আগামী বছর থেকে শুরু হতে চলা ওয়ার্ল্ড ক্লাব টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়তে পারে পাকিস্তান। আইসিসি চেয়ারম্য়ান জয় শাহ-র মস্তিষ্কপ্রসূত এই টুর্নামেন্টে পাকিস্তান প্রিমিয়ার লিগের বিজয়ী দলকে আমন্ত্রণ জানানোর সম্ভাবনা কম। এক সূত্র মারফৎ জানানো হয়েছে, গত মাসে লন্ডনে আইসিসির এক বৈঠক ছিল। সেখানে পিএসএলের সিইওকে পাঠানোর জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু পিএসএলর কোনও প্রতিনিধিই সেই বৈঠকে উপস্থিত হননি।
জানা গিয়েছে ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ডের উদ্যোগে, আইসিসির তরফে এই বৈঠকে গোটা বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগের সিইও-রা উপস্থিত হয়েছিলেন।কিন্তু পিএসএলের সিইও সেখানে উপস্থিত ছিলেন না। জানা গিয়েছে সেই বৈঠকে বিশ্ব ক্লাব টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ও তার সময়সূচি, ফর্ম্যাট ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছিল। যেই বৈঠকে উপস্থিত ছিলেন, বিগ ব্যাশ, এমিরেটস, দ্য হান্ড্রেড, এসএ২০, এমএলসি, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সিইও উপস্থিত ছিলেন। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে প্রথমবার বিশ্ব টি-টোয়েন্টি ক্লাব চ্যাম্পিয়নশিপে পাঁচটি দল প্রথমবার অংশ নেবে। আইপিএলের কোনও দল অংশ নেবে না। বেসরকারি বিনিয়োগকারীরা সৌদি লিগে প্রাথমিকভাবে ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছেন কিন্তু প্রতি বছর টেনিস গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টের অনুকরণে তাদের লিগকে মডেল করার লক্ষ্যে তারা প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন।
ইতিহাস ভারতের
ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে জয় ছিনিয়ে নিল ভারত। লিডসে রান তাড়া করে ম্য়াচ জিতেছিল ইংল্যান্ড। তাও আবার ৩৭১ রান। এজবাস্টনে অঙ্কটা আরও কঠিন ছিল। ৬০৮ রান লক্ষ্যমাত্রা ছিল। এত রানের লক্ষ্যমাত্রা এর আগে কোনও টেস্টে কোনও প্রতিপক্ষ তাড়া করেনি। জেতা তো দূর অস্ত। তবুও ব্রেন্ডন ম্য়াকলামের কোচিংয়ে যে বাজবল স্ট্র্যাটেজিতে খেলে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্য়ান্ড অধিনায়ক বেন স্টোকস। প্রথমে ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতকে। প্রথম ইনিংসে ভারত ৫৮৭ রান বোর্ডে তুলে নিয়েছিল। ২৬৯ রানের রেকর্ড গড়া ইনিংস খেলেছিলেন শুভমন গিল। প্রথম টেস্টেও শতরান হাঁকিয়েছিলেন প্রথম ইনিংসে। গিলকে যোগ্য সঙ্গ দিয়ে ৮৯ রানের ইনিংস খেলেন জাডেজা ও ৪২ রান করেন সুন্দর।
ইংল্যান্ডের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬০৮ রানের। শনিবার ১৭ ওভার ও রবিবার বৃষ্টি হওয়ার ওভার সংখ্যা কমে দাঁড়ায় ৮০। এরমধ্য়ে শনিবারই তিনটি উইকেট ফেলে দিয়েছিলেন ভারতীয় পেসাররা। শনিবার একাই দু উইকেট নিয়েছিলেন আকাশ দীপ। সিরাজ এক উইকেট নিয়েছিলেন। রবিবার নিজের নামের পাশে আরও তিনটি উইকেট যোগ করে নিলেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা ডানহাতি পেসার। চতুর্থ দিনে ফিরিয়েছিলেন ডাকেট ও রুটকে। পঞ্চম দিনে আকাশের শিকার পোপ, ব্রুক ও জেমি স্মিথ।




















