Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটে আজব কাণ্ড, দলের অধিনায়ক থাকাকালীনই আধিকারিকের দায়িত্ব পেলেন শান মাসুদ
Shan Masood: পাকিস্তান টেস্ট দলের বর্তমান অধিনায়ক শান মাসুদ পাকিস্তান দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে মোট ৭২টি ম্যাচ খেলেছেন।

ইসলামাবাদ: পাকিস্তানের ক্রিকেটে প্রায়শই এমন কিছু ঘটে যা সচরাচর দেখা যায় না। পুনরায় এমনই এক সিদ্ধান্ত নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, যা সকলকে হতবাক করে দিয়েছে। পাকিস্তান দলের টেস্ট অধিনায়ক থাকাকালীনই আধিকারিক হয়ে গেলেন শান মাসুদ।
পাকিস্তান বোর্ডের তরফে সদ্যই, শুক্রবার এক বিবৃতিতে শান মাসুদকে আন্তর্জাতিক ক্রিকেট এবং খেলোয়াড়দের আচরণ সংক্রান্ত বিষয়ে পরামর্শদাতা হিসাবে নিয়োগ করার কথা জানানো হয়েছে। দিনকয়েক আগেই পিসিবির তরফে ডিরেক্টর অফ ক্রিকেট পদের জন্য আবেদনপত্র জমা দিতে বলা হয়েছিল। ২ নভেম্বর পর্যন্ত এই পদের জন্য আবেদন জমা দেওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী শান এই বিষয়ে আগ্রহ দেখিয়েছিলেন। তাঁকে তাই এমন এক দায়িত্ব দেওয়া হল যাকে 'মাল্টি ডাইমেনশনাল লিডারশিপ পজ়িশন' হিসাবে বলা হচ্ছে। এই ভূমিকায় টিম ম্যানেজমেন্ট এবং আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান ক্রিকেটের বিষয়ে খতিয়ে দেখবেন শান মাসুদ।
শোনা যাচ্ছে শানের পূর্বে প্রাক্তন পাকিস্তান অধিনায়ক মিসবা উল হক এই আধিকারিক পদের বিষয়ে বিবেচিত হয়েছিলেন। তবে বাকি দায় দায়িত্ব থাকায় মিসবা এই পদ নিতে আগ্রহ দেখাননি বলেই রিপোর্টে দাবি করা হচ্ছে। এই ঘোষণা এমন এক সময়ে এল যখন বিতর্কে উত্তাল পাকিস্তান বোর্ড।
পাকিস্তান সুপার লিগের (PSL) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানের মালিক আলি তারিন সেই নোটিশটি ছিঁড়ে ফেলেছেন, যা পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) তাঁকে পাঠিয়েছিল। আসলে একটি পডকাস্টে আলি তারিন দাবি করেছিলেন যে PSL এখন পঞ্চম বা ষষ্ঠ সারির লিগে পরিণত হয়েছে, কারণ এর পরিচালনা কিছু অযোগ্য লোক করছে। এর পরে, PCB তাঁকে একটি আইনি নোটিশ পাঠায় যে PSL নিয়ে প্রশ্ন তোলার জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে।
মুলতান সুলতান দলের মালিক তারিন একটি ভিডিও শেয়ার করে দাবি করেন যে ক্ষমা না চাইলে মুলতান সুলতান দলের চুক্তি বাতিল করা হবে এবং তাঁকে ব্যক্তিগতভাবে ব্ল্যাকলিস্ট করা হবে বলে পিসিবি জানিয়েছে। এই ভিডিওতে তিনি আইনি নোটিশটি হাতে নিয়ে বলেন, 'যদি আপনারা (ম্যানেজমেন্ট) মনে করেন যে এই ধরনের হুমকি দিয়ে আমি চুপ হয়ে যাব, তাহলে এটা আপনাদের ভুল ধারণা। এই লিগের প্রতি আমার আপনাদের চেয়ে অনেক বেশি ভালোবাসা আছে, এই লিগ আমাদের, ফ্যানদের এবং পুরো পাকিস্তানের।'
এই বলে তিনি ভিডিও শেষ করার আগে পিসিবির পাঠানো নোটিস ছিঁড়ে ফেলেন। এমন ঘটনা যে মহসিন নকভি সহ পাক ক্রিকেট বোর্ডের অস্বস্তিতে ফেলেছে, তা বলাই বাহুল্য।




















