Pakistan vs Bangladesh: অগ্নিগর্ভ বাংলাদেশ, প্রস্তুতি সারতে শাকিবদের আগাম আমন্ত্রণ পাকিস্তান ক্রিকেট বোর্ডের
ICC WTC: ২১ অগাস্ট থেকে পাকিস্তান বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। সেই ম্যাচটি হবে রাওয়ালপিণ্ডিতে। ৩০ অগাস্ট থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে করাচিতে।
ইসলামাবাদ: অগ্নিগর্ভ বাংলাদেশ। শেখ হাসিনার (Sheikh Hasina) প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা ও দেশত্যাগের পর থেকে একাধিক হিংসার ঘটনা প্রকাশ্যে এসেছে। বাংলাদেশের ক্রিকেটারেরা দেশে প্রস্তুতিই সারতে পারেননি। অথচ সামনেই পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ (Pakistan vs Bangladesh)। বাবর আজমদের (Babar Azam) দেশে গিয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন শাকিব আল হাসানরা। তবে বাংলাদেশের অশান্ত পরিস্থিতির পর সেই সিরিজের ভবিষ্যৎ নিয়েই উঠে গিয়েছিল প্রশ্ন।
পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য এই পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আসন্ন সিরিজের জন্য যেদিন পাকিস্তানে পৌঁছনোর কথা ছিল বাংলাদেশ দলের, তার দিন চারেক আগেই সে দেশে পৌঁছনোর জন্য বাংলাদেশের ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছে পিসিবি।
২১ অগাস্ট থেকে পাকিস্তান বনাম বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। সেই ম্যাচটি হবে রাওয়ালপিণ্ডিতে। ৩০ অগাস্ট থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে করাচিতে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অঙ্গ এই দুই টেস্ট।
প্রথমে ঠিক ছিল, প্রথম টেস্টের চারদিন আগে, ১৭ অগাস্ট পাকিস্তানের মাটিতে পা রাখবেন বাংলাদেশের ক্রিকেটারেরা। তবে রাজনৈতিক অস্থিরতা ও দেশজোড়া বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল বাংলাদেশ। যে কারণে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রস্তুতিই সারতে পারেনি বাংলাদেশ। সেই কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ড চায় বাংলাদেশের ক্রিকেটারেরা নির্ধারিত সময়ের আগে সে দেশে পৌঁছে যান। ১৩ অগাস্ট, মঙ্গলবার পাকিস্তানে যাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেটারদের আমন্ত্রণ জানিয়েছে পিসিবি।
Pakistan Test squad begins the preparations 🏏
— Pakistan Cricket (@TheRealPCB) August 11, 2024
Fielding drills ahead of the #PAKvBAN series 📹 pic.twitter.com/BwNmQylq5e
লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে ১৪ অগাস্ট থেকে বাংলাদেশ ক্রিকেটারদের প্র্যাক্টিসের বন্দোবস্তও করা হয়েছে। ১৪ থেকে ১৬ অগাস্ট লাহৌরে প্র্যাক্টিস করার পর ১৭ অগাস্ট ইসলামাবাদে পৌঁছনোর কথা বাংলাদেশ দলের। সেখান থেকে পূর্বনির্ধারিত সূচি মেনেই হবে বাকি সফর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে বাংলাদেশের প্রস্তুতিতে যাতে কোনও খামতি না থাকে, সেই সুযোগের ব্যবস্থা করা হচ্ছে।