India vs Australia: অস্ট্রেলিয়ান শিবিরে বিরাট ধাক্কা, ভারতের বিরুদ্ধে সিরিজ়ে খেলবেন না কামিন্স, কিন্তু কেন?
Pat Cummins: দলের অধিনায়ক, বোলিং আক্রমণের বড় ভরসা প্যাট কামিন্স। ভারতের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ়ে তাঁর দলে না থাকাটা নিঃসন্দেহেই বড় ধাক্কা।

মেলবোর্ন: অক্টোবর-নভেম্বর মাস আসতে এখনও দেরি হয়েছে। তবে সেই মাসে আয়োজিত ভারত বনাম অস্ট্রেলিয়ার (India vs Australia) সিরিজ় নিয়ে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে। কারণ এই সিরিজ়েই ফের একবার ভারতের হয়ে মাঠে নামতে দেখা যেতে পারে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। সেই সিরিজ়ের জন্য ইতিমধ্যেই টিকিটের চাহিদাও আকাশছোঁয়া বলে শোনা যাচ্ছে। সেই সিরিজ়ে কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামতে পারবেন না অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)।
দলের অধিনায়ক, বোলিং আক্রমণের বড় ভরসা কামিন্স। তাঁর দলে না থাকাটা নিঃসন্দেহেই বড় ধাক্কা। কিন্তু কী কারণে কামিন্স এই সিরিজ়ে খেলবেন না? এই সপ্তাহেই কামিন্সের স্ক্যান করা হয়েছে। সেই স্ক্যানে তাঁর লুম্বার বোন স্ট্রেস ধরা পড়েছে। সেই কারণেই তিনি কয়েকদিন মাঠের বাইরেই থাকবেন। শুধু ভারতীয় সিরিজ় নয়, প্যাট কামিন্সকে আসন্ন নিউজ়িল্যান্ড সিরিজ়ে পাবে না অস্ট্রেলিয়া। কিউয়িদেরও বিরুদ্ধে তিনি মাঠে নামতে পারবেন না।
এই বছরই আবার অ্যাসেজ রয়েছে। সেই মেগাদ্বৈরথের কথা মাথায় রেখেই তাঁকে নিয়ে অজ়ি নির্বাচকরা কোনওরকম ঝুঁকি নিতে চান না। তাই এই দুই সিরিজ়ে খেলবেন না ক্যাপ্টেন কামিন্স। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'কামিন্সকে আসন্ন ভারতীয় সিরিজ়ের (বা নিউজ়িল্যান্ড সিরিজ়)জন্য বিবেচনা করা হবে না। তিনি নিজের রিহ্যাব পরিকল্পনা মাফিকই চালিয়ে যাবেন। অ্যাসেজ প্রস্তুতির কথা মাথায় রেখে তিনি কবে আবার বোলিং করা চালু করবেন, তা নির্ধারিত হবে।'
স্টার্কের অবসর
বছর খানেক পরেই বসবে বিশ্বকাপের আসর। তবে তার আগেই আচমকা সকলকে বেশ খানিকটা চমকে দিয়েই অবসর ঘোষণা করলেন বিশ্বজয়ী মহাতারকা। তিনি মিচেল স্টার্ক (Mitchell Starc)। মঙ্গলবার অস্ট্রেলিয়ান (Austalian Cricket Team) সময় অনুযায়ী সকালবেলাতেই স্টার্কের অবসরের খবর প্রকাশ্যে আসে।
অক্টোবরে নিউজ়িল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ় খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজ়় থেকেই বিশের বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে। সেই সিরিজ়ের জন্য দল বাছাই করার সময়ই স্টার্ক নিজের এই সিদ্ধান্তের কথা জানান। বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি স্টার্ক। তিনি ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭.৭৪ ইকোনমিতে ৭৯টি উইকেট নেন। ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী দলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন স্টার্ক।
তবে ৩৫ বছর বয়সি ফাস্ট বোলার আন্তর্জাতিক ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটে বেশি করে মনোনিবেশ করতে চান। সেই কারণেই তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন।




















