Border-Gavaskar Trophy: চাপ বাড়ল অস্ট্রেলিয়ার, তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অধিনায়ক প্যাট কামিন্স
Pat Cummins: দ্বিতীয় টেস্টের পরেই দেশে ফেরা অজি অধিনায়ক প্যাট কামিন্স তৃতীয় টেস্টের আগে ভারতে ফিরতে পারছেন না।
নয়াদিল্লি: এমনিই চলতি বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) ২-০ পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল (Australia Cricket Team)। উপরন্তু, চোটের কারণে জস হ্যাজেলউড, ডেভিড ওয়ার্নারের মতো তারকারা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। খারাপ সময় যেন কাটতেই চাইছে না অজি দলের। এবার ১ মার্চ থেকে ইনদওরে আয়োজিত তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তাঁর বদলে দলের সহ-অধিনায়ক স্টিভ স্মিথকে (Steve Smith) এই ম্যাচে অজিদের নেতৃত্ব দিতে দেখা যাবে।
ফিরছেন না কামিন্স
প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টের পরেই দেশে ফেরেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তাঁর মা অসুস্থ থাকায় তাঁকে তড়িঘড়ি সিডনিতে ফিরতে হয় বলে এক বিবৃতিতে জানানো হয়। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে নয়দিনের ব্যবধান রয়েছে। কথা ছিল তৃতীয় টেস্টের আগেই ভারতে ফির আসবেন কামিন্স। তবে তেমনটা হচ্ছে না। কামিন্স এক বিবৃতিতে জানান, 'আমি আপাতত ভারতে ফিরছি না। আমার মনে হয় এই সময় আমার পরিবারের সঙ্গে থাকাটা বেশি জরুরি। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আমার সতীর্থরা আমাকে যেভাবে সমর্থন করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। গোটা বিষয়টা বোঝার জন্য অনেক অনেক ধন্যবাদ।'
কামিন্সের বদলে কে?
ইনদওরে অজি দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে অস্ট্রেলিয়াকে ৩৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন স্মিথ। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ভারত সফরেও স্মিথই অধিনায়ক ছিলেন। ব্যাট হাতে তিনি দাপটের সঙ্গে খেলে তিনটি শতরান হাঁকিয়েছিলেন। তবে এই সিরিজে এখনও পর্যন্ত চার ইনিংসে ২৩.৬৬ গড়ে মাত্র ৭১ রান করেছেন তারকা অজি ব্যাটার। তৃতীয় টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নিয়ে তিনি ব্যাট হাতে আবারও জ্বলে উঠতে পারেন কি না, এখন সেটাই দেখার। প্রসঙ্গত, কামিন্সের বদলে অস্ট্রেলিয়ান একাদশে সম্ভবত সুযোগ পাবেন মিচেল স্টার্ক। প্রথম দুই টেস্টে চোটের কারণে খেলতে পারেননি স্টার্ক। তবে তৃতীয় টেস্টে তাঁর মাঠে নামার সম্ভাবনা প্রবল।
রাহুল পাশে গম্ভীর
চলতি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে টিম ইন্ডিয়া। অজিদের এই সিরিজ জয়ের আর কোনও আশা নেই। প্যাট কামিন্সরা শেষ দুই ম্যাচ জিতলেও বড়জোর সিরিজ ড্র করতে পারেন অজিরা। গতবার বর্ডার-গাওস্কর ট্রফি জিতে নিয়েছিল ভারত। তাই এই সিরিজ ড্র হলেও ভারতের দখলেই থাকবে ট্রফিটি। তবে এর মাঝেও ভারতীয় সমর্থকদের চিন্তার কারণ ওপেনার কেএল রাহুলের (KL Rahul) ফর্ম।
দুই ম্যাচে তিন ইনিংসে রাহুলের মোট সংগ্রহ মাত্র ৩৮ রান। অনেকেই দাবি করছেন রাহুলের বদলে ফর্মে থাকা শুভমন গিলকে সুযোগ দেওয়ার এবার সময় এসেছে। তবে এই পরিস্থিতিতেও রাহুল পাশেই দাঁড়াচ্ছেন তাঁর আইপিএল ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর (Gautram Gambhir)। প্রাক্তন ভারতীয় ওপেনারের মতে রাহুলের সমালোচকদের বেশিরভাগই জানেন না আন্তর্জাতিক ক্রিকেট থেকে কতটা কঠিন। তিনি বলেন, 'যারা কেএল রাহুলকে সমালোচনায় বিদ্ধ করছেন, তারা জানেন না আন্তর্জাতিক ক্রিকেট ঠিক কতটা কঠিন। ভাল ফর্মে থাকলে তো সবাই সঙ্গে থাকেন, তবে একজন খারাপ ফর্মের মধ্যে দিয়ে গেলে তার পাশে দাঁড়ানোটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। খারাপ সময় তো সবারই যায়, কেউই তো সবসময় রান করতে পারে না। তবে সবসময় প্রতিভার পাশেই দাঁড়ানো উচিত।'
আরও পড়ুন: দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াই এগিয়ে ছিল, পরাজয় সত্ত্বেও দাবি গ্লেন ম্যাক্সওয়েলের