Brazil Football Team: নেমার নয়, ভিনিসিয়াসের ওপর ব্রাজিলের সাফল্য নির্ভরশীল, দাবি তিন প্রধানে খেলা কিংবদন্তির
FIFA WC 2022: বিশ্বকাপের প্রথম ম্যাচেই চোট পেয়ে গোটা গ্রুপপর্ব থেকেই ছিটকে গিয়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেমার।
কলকাতা, আবীর দত্ত: "ব্রাজিল ভয়ঙ্কর দল, এই ব্রাজিলের (Brazil Football Team) আসল খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র (Vincius jr)। নেমার নয় (Neymar jr)। পাঁচ ডিফেন্ডার নিয়ে আটকাতে পারলো না সার্বিয়া। চার ডিফেন্ডার নিয়ে স্যুইৎজারল্যান্ড পারবে কি না দেখবো।" ব্রাজিল থেকে জানালেন একসময় কলকাতা কাঁপানো ডগলাস দি সিলভা (Douglas Silva)। সাও পাওলো থেকে সরাসরি এবিপি আনন্দ কে জানালেন এই বিশ্বকাপে (FIFA WC 2022) ব্রাজিল দলের সম্ভাবনা।
নেমারের পারফরম্যান্সে হতাশ
ব্রাজিলের খেলায় খুশি হলেও সাবধানী ডগলাস জানালেন ব্রাজিলের কিছু ক্ষেত্রে সংশোধনের প্রয়োজনীয়তা আছে। প্রথম ম্যাচে ব্রাজিলের বাঁ-দিকটা বেশি কার্যকরী হয়েছে। রফিনহা আরও উন্নত করার জায়গা রয়েছে। ক্যাসেমিরো ভালো বল বাড়িয়েছেন। তবে নেমার খুব একটা ভালো খেলেননি। ভাল সুযোগ তৈরি করতেও ব্যর্থ হন তিনি। দীর্ঘক্ষণ অহেতুকভাবে বল ধরে রেখেছে। তবে অ্যান্টনি বেশ ভালো খেলেছেন। আর রিচার্লিসন নিজের কাজটা ঠিক করে দিয়েছেন।
খুব বেশি বল না পেলেও কিন্তু তারমধেই নিজের কাজটা তিনি করে ফেলেছেন বলে মত ডগলাসের। ৬৫ মিনিটের পর কিন্তু সার্বিয়ার খেলোয়াড়দের মধ্যে একটা হালকা ক্লান্তি ডগলাসের নজরে পড়েছে। তাঁর মতে সার্বিয়ানদের ক্লান্তিটাই হাতিয়ার করে ব্রাজিল। পাশাপাশি আরও কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ব্রাজিল রক্ষণ বিভাগ কেমন পারফর্ম করে, সেই বিষয়টি দেখতেও আগ্রহী ডগলাস। তিনি বলেন, 'দেখতে চাই ব্রাজিল রক্ষণ চাপে পড়লে দল কেমনভাবে খেলে। এই ম্যাচে প্রতিপক্ষ রক্ষণাত্মক ফুটবল খেলেছে। আক্রমণ প্রায় নেই বললেই চলে। তাই ব্রাজিলের রক্ষণ পরীক্ষার মুখে পড়েনি। প্রায় কিছু করতে হয়নি অ্যালিসনকে। অন্যদিকে স্যুইৎজারল্যান্ড ম্যাচ আর ক্যামেরুন ম্যাচে দানিলো, নেমার নেই চোটের কারণে।'
ডগলাসের মতে কোন ব্রাজিলিয়ান ১০ নম্বরের মধ্যে কত পেলেন?
অ্যালিসন: (গোলরক্ষক)
রাফিনহা : ৮
নেমার : সাড়ে 6
পাকুইতা: ৭.৩০
দানিলো: ৭.৩০
অ্যালেক্স স্যান্দ্রো: ৭.৩০
ক্যাসেমিরো: ৮
থিয়াগো সিলভা : ৭.৩০
মার্কুইনাস : ৭.৩০
অ্যান্টনি : ৮
গ্যাব্রিয়েল জেসুস: ৮
রিচার্লিসন : ৯
এই প্রথম তিতে চারজনকেই স্ট্রাইকার নিয়ে মাঠে নামছেন, যেটা ডগলাসের মতে বেশ ইতিবাচক দিক। তাঁর মতে একটু দেখেশুনে খেললে ব্রাজিলকে ফাইনালে দেখা যেতেই পারে। জেতার জন্য যা দরকার সেই দল নিয়েই নেবেছে তিতের দল বলছেন ডগলাস।
আরও পড়ুন: মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নেমেই অনন্য কৃতিত্ব গড়ে ফেলবেন মেসি