Viral Cricket News: ৬৪-তে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক, নজির পর্তুগালের মহিলা ক্রিকেটারের
Joanna Child: এই তালিকায় জোয়ান্না টেক্কা দিলেন আইসল্যান্ডসের অ্য়ান্ড্রু ব্রাউনলিকে। যিনি ৬২ বছর ১৪৫ দিন বয়সে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েচিলেন।

লিসবন: ৬৪ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করলেন। না না, রাস্তাঘাটে, পথে ইয়ার্কির ছলে নয়। কোন ক্লাব ক্রিকেটেও নয়। একেবারে দেশের জার্সিতে। হ্যাঁ, অবাক হলেও এটাই সত্যি। পর্তুগালের মহিলা ক্রিকেটার জোয়ান্না চাইল্ড ৬৪ বছর বয়সে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটালেন। বিশ্বের দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার হিসেবে জোয়ান্না টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটালেন।
এই তালিকায় জোয়ান্না টেক্কা দিলেন আইসল্যান্ডসের অ্য়ান্ড্রু ব্রাউনলিকে। যিনি ৬২ বছর ১৪৫ দিন বয়সে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েচিলেন। এছাড়া ক্যামেনসের ম্য়ালি মুরকেও টেক্কা দিলেন। যিনি ৬২ বছর ২৫ দিন বয়সে অভিষেক করেছিলেন কুড়ির ফর্ময়্াটে। গিব্রাল্টারের স্য়ালি বার্টন, যিনি ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে ২২ গজে অভিষেক করেচিলেন, তিনিই এখন সবার ওপরে রয়েছেন।
নরওয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নেমেছিল পর্তুগাল। সেখানে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় পর্তুগাল। ম্য়াচে জোয়ান্না মাত্র ২ রান করে আউট হন। ৪টি বল করে ১১ রান খরচ করেন জোয়ান্না।
হ্যারি ব্রুক কেন আইপিএলে খেলছেন না?
হ্যারি ব্রুককে সাদা বলের ফর্ম্যাটে ইংল্যান্ডের নতুন কোচ নির্বাচিত করা হয়। কিন্তু এর আগেই ব্রুককে নিয়ে একটি বিতর্ক দানা বেঁধেছিল। গত আইপিএলের নিলামে ব্রুককে দলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। তাঁকে ৬.২৫ কোটি টাকা মূল্যে দলে নেওয়া হয়েছিল। কিন্তু এরপরই হঠাৎ করেই ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড তারকা। যদিও আইপিএলের তরফে এরপর তাঁকে নির্বাসিত করা হয়েছে, তবে তা নিয়ে ভাবছেন না ব্রুক।
ইংল্যান্ডের সাদা বলের ফর্ম্য়াটে নতুন অধিনায়ক জানাচ্ছেন, ''আমার কাছে বরাবর দেশ আগে। আমি দেশের হয়ে খেলার জন্য যে কোনও কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে পারি। দিনের শেষে ইংল্যান্ডের জার্সিতে খেলার থেকে বেশি আনন্দ আমি আর কিছুতেই পাই না। অর্থ-যশ অনেক কিছু নিয়েই কথা উঠবে। কিন্তু আমি সবসময় ইংল্যান্ডের হয়ে খেলাকেই প্রাধান্য দেব।''
তারকা ব্যাটার আরও বলছেন, ''দেশের হয়ে গত কয়েক বছর ধরে ধারাবাহিক খেলছি। এবারও তার ব্য়তিক্রম চাইছি না। আশা করি অধিনায়ক হিসেবে দলের স্বার্থে ভাল কিছুই করতে পার। ইংল্যান্ড ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে একেবারে হিসেবের খাতার বাইরে রাখছি না। কিন্তু আগামীত যা সূচি সেই হিসেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকে খেলা কতটা সম্ভব হবে, তা নিয়ে আমি সন্দিহান।''




















