Prithvi Shaw: বদ সঙ্গে পড়ে কেরিয়ার শেষ হতে বসেছিল ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের, ফিরিয়ে আনলেন সচিন!
Sachin Advise To Prithvi Shaw: পৃথ্বী শ-এর দুর্দান্ত ব্যাটিংয়ের তুলনা সচিন তেন্ডুলকরের সঙ্গে হতে শুরু করেছিল। যখন পৃথ্বীর বয়স ১৮ বছর হয়, তখন তিনি অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক হন।

মুম্বই: তিনি ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। একটা সময় মনে করা হতো, তিনি বিরাট কোহলির পর ভারতের সেরা ব্যাটার হতে পারেন। ২০১৪ সালে যখন পৃথ্বী মাত্র ১৫ বছর বয়সী ছিলেন, তখনই ঘরোয়া ক্রিকেটে তিনি হইচই ফেলে দিয়েছিলেন। পৃথ্বী শ লাগাতার রান করে যাচ্ছিলেন এবং সেই বয়সে নতুন রেকর্ড গড়ছিলেন। হ্যারিস শিল্ডের ম্যাচে ৫৪৬ রানের চমকপ্রদ ইনিংস খেলেছিলেন। যে স্কোর ভারতীয় স্কুল ক্রিকেটের ইতিহাসে কোনও ক্রিকেটারের করা সেরা স্কোর ছিল। এর পরেই তিনি সকলের নজরে আসেন।
পৃথ্বী শ-এর সঙ্গে সচিনের তুলনা
পৃথ্বী শ-এর দুর্দান্ত ব্যাটিংয়ের তুলনা সচিন তেন্ডুলকরের সঙ্গে হতে শুরু করেছিল। যখন পৃথ্বীর বয়স ১৮ বছর হয়, তখন তিনি অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক হন। পৃথ্বী রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেন। এরপর যখন তিনি ভারতের হয়ে প্রথম টেস্ট খেলতে আসেন, তখনও তিনি টিম ইন্ডিয়ার হয়ে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেন। পৃথ্বী শ এই সমস্ত রেকর্ড তাঁর কলেজজীবন শেষ হওয়ার আগেই গড়েছিলেন।
সচিন পৃথ্বীর শৈশব দেখেছেন
পৃথ্বী শ সম্প্রতি জানিয়েছেন যে, মাঠের বাইরের শৃঙ্খলাপরায়ণতার অভাব এবং খারাপ লোকেদের সঙ্গে থাকার কারণে তিনি ক্রিকেট থেকে দূরে চলে যাচ্ছিলেন। পৃথ্বী শ জানিয়েছেন যে, তাঁকে সুপরামর্শ দিয়েছেন সচিন। পৃথ্বী বলেছেন, 'সচিন স্যর আমার সফর সম্পর্কে জানেন। অর্জুন এবং আমি ৮-৯ বছর বয়স থেকে বন্ধু। আমরা দু'জনেই একসঙ্গে বড় হয়েছি এবং সচিন স্যর এই কারণে আমাকে খুব কাছ থেকে দেখেছেন। আমরা দু'মাস আগে কথা বলেছিলাম, যখন তিনি প্রশিক্ষণ দিতে এসেছিলেন।' পৃথ্বী আরও বলেন, 'যখন আপনি দূরে চলে যান, তখন আপনার সেই পরামর্শদাতার প্রয়োজন হয় যিনি আপনাকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারেন। সচিন স্যর এখনও আমার উপর বিশ্বাস করেন।'
২০১৮ সালে ভারতের হয়ে টেস্ট অভিষেক হয়েছিল পৃথ্বীর। নিজের স্বল্প সময়ের কেরিয়ারে এখনও পর্যন্ত পাঁচটা টেস্ট ও ছয়টি ওয়ান ডে ম্য়াচ খেলেছিলেন পৃথ্বী। কঠিন সময়ে শুধুমাত্র নাকি ঋষভ পন্থই তাঁর খবর নিয়েছিলেন বলে জানিয়েছেন পৃথ্বী।
নিজের কেরিয়ারকে নতুন দিশা দিতে এবার বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন পৃথ্বী শ। তিনি মুম্বই ছাড়তে চান। আসন্ন ঘরোয়া ক্রিকেট মরশুমের আগে তিনি মুম্বই ক্রিকেট সংস্থা থেকে নো অবজেকশন সার্টিফিকেট চেয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে পৃথ্বী লিখেছেন, 'মুম্বই ক্রিকেট সংস্থাকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং সমর্থন করার জন্য। যতদিন আমি এই সংস্থার প্রতিনিধিত্ব করেছি। এমসিএ-র অংশ হতে পারাটা সম্মানের। আমি এখান থেকে যে অভিজ্ঞতা পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ।' মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা সংবাদমাধ্যমের কাছে চিঠি পাওয়ার খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন।




















