(Source: ECI/ABP News/ABP Majha)
IND vs BAN 1st Test: অশ্বিন-জাডেজায় মুগ্ধ সচিন, তারকা অলরাউন্ডারদের ভূয়সী প্রশংসায় ভরালেন 'মাস্টার ব্লাস্টার'
R Ashwin-Ravindra Jadeja: চেন্নাইয়ে আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা অপরাজিত ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন।
চেন্নাই: বাংলাদেশের চেন্নাইয়ে প্রথম টেস্টে (IND vs BAN 1st Test) তরুণ ফাস্ট বোলারদের বিরুদ্ধে একে একে যখন টিম ইন্ডিয়ার মহাতারকারা সাজঘরে ফিরে গিয়েছেন, যখন টিম ইন্ডিয়া দু'শো রানের গণ্ডিও পার করতে পারবে কি না, সেই নিয়ে সংশয় তৈরি হয়েছিল, তখনই ব্যাট হাতে রুখে দাঁড়ান দুই অলরাউন্ডার। রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও আর অশ্বিন (R Ashwin) ভারতকে দু'শো পার করানো নয়, প্রথম দিনের খেলাশেষে ৩৫০ রানের দোরগোড়ায় পৌঁছে দিলেন। জুড়লেন ১৯৫ রান।
দিনশেষে দুই তারকাই কিন্তু অপরাজিত রয়েছেন। অশ্বিনের সংগ্রহ ১০২, জাডেজার ঝুলিতে ৮৬ রান। দুই তারকার ১৯৫ রান সপ্তম উইকেটে চিপকে সর্বকালীন রেকর্ড। তাঁরা কাল কিন্তু নিজেদের এই স্মরণীয় পার্টনারশিপকে আরও বাড়াতে পারেন। অশ্বিন ও জাডেজার এই পার্টনারশিপ ছাড়া ভারতীয় দল যে বিরাট বিপাকে পড়ত, তা বলার অবকাশ রাখে না।
দুই অভিজ্ঞ তারকার ব্যাটিংয়ে মুগ্ধ স্বয়ং 'ক্রিকেট ঈশ্বর'ও। প্রথম দিনের খেলাশেষে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) নিজের সোশ্যাল মিডিয়ায় জাডেজা ও অশ্বিনের প্রশংসা করেন। 'মাস্টার ব্লাস্টার'-র মতে দুই তারকা ম্যাচে ভারতকে এগিয়ে দিয়েছেন। তিনি লেখেন, 'হতাশা থেকে দাপট। অশ্বিন ও জাডেজা দুরন্ত ইনিংস আবার ম্যাচের মোড় ভারতের দিকে ঘুরিয়ে দিয়েছে। এই অলরাউন্ড দক্ষতাটা অপরিহার্য। দুরন্ত পার্টনারশিপ গড়েছ।'
From despair to domination! @ashwinravi99 and @imjadeja's knocks have turned the tide for India once again. This all-round brilliance is invaluable.
— Sachin Tendulkar (@sachin_rt) September 19, 2024
Super partnership boys. 👏🏼#INDvBAN pic.twitter.com/eZNW6yOr8V
ভারতীয় টপ অর্ডারে যশস্বী জয়সওয়াল হাফসেঞ্চুরি করলেও, রোহিতরা সম্পূর্ণ ব্যর্থ। জয়সওয়াল এবং ঋষভ পন্থ হাফসেঞ্চুরির পার্টনারশিপ গড়লেও, পরপর উইকেট হারায় ভারত। কেএল রাহুল যখন ১৬ রানে সাজঘরে ফেরেন তখন ভারতের স্কোর ছয় উইকেটে ১৪৪ রান। দিনশেষে ভারতের স্কোর ছয় উইকেটের বিনিময়ে ৩৩৯ রান। অশ্বিন একেবারেই শুরু থেকে নেমে দুরন্ত আগ্রাসী ব্যাটিং করেন। নিজের ষষ্ঠ শতরান পূরণ করেন তিনি। জাডেজাও সেঞ্চুরি হাঁকাতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: টেস্ট ইতিহাসে এর আগে কখনও হয়নি, চেন্নাইয়ে হাফসেঞ্চুরি হাঁকিয়ে এমনই কৃতিত্ব গড়লেন যশস্বী