Indian Cricket Team: ভারতীয় দলে অবিশ্বাসের বাতাবরণ? শামি-আগরকর কাণ্ডে বোমা ফাটালেন অশ্বিন
Mohammed Shami: ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না ফাস্টবোলার শামি। যা নিয়ে নির্বাচক প্রধান অজিত আগরকরের যুক্তি, শামি ফিট নন।

চেন্নাই: ভারতীয় দল নির্বাচনে কি স্বচ্ছতার অভাব? গুরুতর প্রশ্ন তুললেন আর অশ্বিন। ইঙ্গিত করলেন মহম্মদ শামি আর অজিত আগরকরের ভিন্ন মেরুতে থাকার বিষয়টি প্রকাশ্যে চলে আসার ঘটনারও। কিংবদন্তি অফস্পিনারের মতে, ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে নির্বাচকদের কথাবার্তা আরও পরিষ্কার হওয়া উচিত।
ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন না ফাস্টবোলার শামি। যা নিয়ে নির্বাচক প্রধান অজিত আগরকরের যুক্তি, শামি ফিট নন। শামির ফিটনেস নিয়ে তাঁদের কাছে কোনও আপডেট নেই বলেও জানান আগরকর। যদিও বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলছেন শামি। এবং উত্তরাখণ্ডের বিরুদ্ধে সাত উইকেট নিয়ে ইডেনে বাংলাকে প্রথম ম্যাচে জিতিয়েছেন। শামি সেই ম্যাচের মাঝেই বোমা ফাটিয়েছিলেন। বলেছিলেন, তিনি ফিট কি না নির্বাচকদের জানানো তাঁর কাজ নয়।
গোটা ঘটনা নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, 'একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, ভারতীয় ক্রিকেটে পরোক্ষ কথাবার্তা বড্ড বেশি হচ্ছে। আশা করছি এটা পাল্টাবে। ক্রিকেটার ও প্রশাসক, নির্বাচক, সকলের দিক থেকেই এটা পাল্টানো দরকার। সরাসরি কথা বলা হলে এ নিয়ে বিতর্ক হতো না। ক্রিকেটারেরা ভরসা পাচ্ছে না যে, কাউকে গিয়ে বলবে তারা এটা চায়।'
অশ্বিন আরও বলেছেন, 'শামি কী করেছে দেখুন। পারফর্ম করেছে, তারপর সাংবাদিক বৈঠকে কথা বলেছে। তাতে ভুল নেই। কিন্তু কেন ও এসব কথা বলছে? কারণ ওর কাছে স্বচ্ছ কোনও কারণ নেই। ও যদি স্পষ্টভাবে জানত যে ওর কাছে কী প্রত্যাশা করা হচ্ছে, তা হলে সেভাবে কথা বলতে পারত। নাকি শামির সঙ্গে সেই কথাবার্তা হয়েছে কিন্তু ও সেটা গোপন করছে? বাস্তব কী আমরা জানি না। তাই এ নিয়ে জল্পনা করা ঠিক নয়। ক্রিকেটারদের কাছে স্পষ্ট ধারণা না থাকলে আমার সব সময়ই খারাপ লাগে। আমার ক্ষেত্রে মনে হতো, আমার এবার কী করা উচিত? কারও সঙ্গে কথা বলব? কিন্তু আমি কথা বললে সেটা কি ফাঁস হয়ে যাবে? একটা বিশ্বাসের বাতাবরণ দরকার।'
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার সময়ই ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) বলেছিলেন যে, শামির ফিটনেস নিয়ে তাঁদের কাছে কোনও আপডেট নেই। যা নিয়ে প্রথমে নিজের ইউটিউব চ্যানেলে, পরে ইডেনে বাংলার প্রথম রঞ্জি ট্রফির ম্যাচের আগে বোমা ফাটিয়েছিলেন শামি। স্পষ্ট ভাষায় বলেছিলেন, আপডেট পেতে গেলে খবর রাখতে হয়। শামি এ-ও বলেছিলেন যে, তিনি ফিট কি না, সেটা নির্বাচকদের জানানো তাঁর কাজ নয়।




















