Virat Kohli: রঞ্জিতে প্রত্যাবর্তন ম্য়াচেই বদলে যাচ্ছে বিরাটের ব্যাটিং পজিশন? কী বলছেন দিল্লি অধিনায়ক?
Ranji Trophy: বিরাট তাঁর রঞ্জি ট্রফির কেরিয়ারে এখনও পর্যন্ত ২৩টি ম্য়াচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ১৫৭৪ রান। পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন রঞ্জি কেরিয়ারে এখনও পর্যন্ত।

নয়াদিল্লি: ক্রিকেটপ্রেমীদের সবার নজর যেন রঞ্জি ট্রফির একটা ম্য়াচের দিকেই। কারণ সেই ম্য়াচেই যে নামতে চলেছেন দেশের সবচেয়ে বড় ক্রিকেট সুপারস্টার। বিরাট কোহলির রঞ্জিতে প্রত্যাবর্তন ম্য়াচ বলে কথা। ১৩ বছর বাদে ফের রঞ্জি ট্রফির ম্য়াচে দিল্লির জার্সিতে খেলতে নামবেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁকে নেতৃত্বের প্রস্তাবও দেওয়া হয়েছিল এই ম্য়াচে। কিন্তু তিনি 'না' জানিয়ে দিয়েছেন। অর্থাৎ আয়ুশ বাদোনির নেতৃত্বেই আজ থেকে মাঠে নামবেন কোহলি। কিন্তু ব্যাটিং পজিশন কেমন হবে কোহলির? সে কথাই জানিয়ে দিলেন দিল্লি অধিনায়ক।
ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে আয়ুশ বাদোনি জানান, বিরাট চার নম্বর পজিশনে ব্যাটিং করতে নামবেন। অর্থার টেস্ট ক্রিকেটে বিরাট সাধারণত যে পজিশনে ব্যাটিং করেন, সেই পজিশনেই রঞ্জি প্রত্যাবর্তন ম্য়াচেও নামবেন কিং কোহলি। সীমিত ওভারের ফর্ম্য়াটে সাধারণ তিন নম্বর পজিশনে ব্যাটিং করে থাকেন কোহলি। কিন্তু সাদা পোশাকের ক্রিকেটে চার নম্বর স্লটে তিনি নামেন। তিন নম্বরে আগে নামতেন পূজারা। সাম্প্রতিক সময়ে শুভমন গিল নেমে থাকেন। অস্ট্রেলিয়ার মাটিতেও চার নম্বর স্লটেই ব্যাটিং করেছিলেন। কিন্তু সেখানে যদিও রান পাননি বিরাট। পারথে একটি শতরান ছাড়া গোটা ৯ ইনিংস খেলে ১৯০ রান মাত্র এসেছে ব্যাট থেকে। রানের খোঁজে, ফর্ম ফিরে পেতেই ঘরোয়া ক্রিকেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট। তাঁর মতই রঞ্জিতে খেলছেন জাতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তরুণ প্লেয়ার শুভমন গিল, ঋষভ পন্থ ও অভিজ্ঞ জাডেজাও।
বিরাট তাঁর রঞ্জি ট্রফির কেরিয়ারে এখনও পর্যন্ত ২৩টি ম্য়াচ খেলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ১৫৭৪ রান। পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন রঞ্জি কেরিয়ারে এখনও পর্যন্ত। ২০১২ সালের পর আর রঞ্জিতে খেলেননি কোহলি। নিজের অভিষেক রঞ্জি ম্য়াচে বিরাট ২০০৬-০৭ মরশুমে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলেছিলেন। যদিও অভিষেকে মাত্র ১০ রান করে আউট হন কোহলি। উত্তরপ্রদেশের বিরুদ্ধে শেষ ম্য়াচে দুই ইনিংসে করেছিলেন যথাক্রমে ১৪ ও ৪২ রান। দুটো ইনিংসেই ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে গিয়েছিলেন কোহলি। ২৮ জানুয়ারি মঙ্গলবার দিল্লি শিবিরের সঙ্গে অনুশীলনে যোগ দেন বিরাট কোহলি। মঙ্গলবার যে তিনি দিল্লি দলের অনুশীলনে যোগ দেবেন, তা আগেই জানিয়ে দিয়েছিলেন বিরাট। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, এরপর ইংল্ান্ডের মাটতে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ। তাই ফর্মে ফেরা ভীষণ প্রয়োজন কোহলির কাছে।




















