Ravichandran Aswin: ধোনি, কোহলি নাকি রোহিত? নিজের পছন্দের সেরা ক্যাপ্টেন বেছে নিলেন অশ্বিন
Indian Cricket Team: মহেন্দ্র সিংহ ধোনি ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ান ডে বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন। রোহিত ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন।
মুম্বই: মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছিল। কেরিয়ারের মধ্যগগনে থাকার সময় বিরাট কোহলির নেতৃত্বে খেলেছেন। এরপর রোহিত শর্মাকেও অধিনায়ক হিসেবে পেয়েছেন। কে বেশি পছন্দের? রবিচন্দ্রন অশ্বিন বেছে নিলেন তাঁর পছন্দের সেরা ভারত অধিনায়ক। ধোনি ও রোহিতের কাছে আইসিসি ট্রফি আছে। বিরাটের নেতৃত্বে তেমনই ভারত টেস্ট ক্রিকেটে অভাবনীয় সাফল্য পেয়েছে। সাত নম্বর থেকে টেস্ট ক্রমতালিকায় এক নম্বর স্থানে উঠে এসেছে।
মহেন্দ্র সিংহ ধোনি ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ান ডে বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন। রোহিত ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। বিরাট কোহলির নেতৃত্বে বিদেশের মাটিতে টেস্ট ক্রিকেটে আধিপত্য দেখানোর সাহস দেখিয়েছে টিম ইন্ডিয়া। অশ্বিন এক পডকাস্টে এসে সম্প্রতি জানান, ''২-৩ টি বিষয় রোহিতের ক্যাপ্টেন্সির বিষয় বলতে চাই। ওঁ সবসময় দলের ভেতরের পরিবেশটা ঠাণ্ডা রাখার চেষ্টা করে। ট্যাকটিক্যালি ভীষণ শক্তিশালী রোহিত। ভারসাম্য সুন্দর করে দলের সবার মধ্যে বজায় রাখার চেষ্টা করে। ধোনি ও বিরাট দুজনেই ট্যাকটিক্যালি শক্তিশালী। কিন্তু রোহিত একটু বেশিই এই বিষয়ে স্মার্ট।''
অনিল কুম্বলের পর দেশের দ্বিতীয় সর্বাধিক টেস্ট উইকে শিকারি সাক্ষাৎকারে বলছেন, ''যদি কোনও বড় ম্য়াচ বা সিরিজ আসে, তখন রোহিত স্ট্যাট অ্যানালিটিক্স দলের সঙ্গে বসে পড়ে। প্রতিপক্ষ দলের কোন ব্য়াটারের কী দুর্বলতা। কোন বোলারের বিরুদ্ধে কীভাবে আক্রমণ করা সম্ভব প্রত্যেক প্লেয়ারকে নিয়ে আলাদা আলাদা করে গেমপ্ল্যান তৈরি করে। কোচ ও সাপোর্ট স্টাফদের সঙ্গেও আলাদা করে কথা বলে। দলের প্রত্যেক প্লেয়ারকে সমানভাবে মানসিকভাবে চাঙ্গা রাখার চেষ্টা করে। সবাইকে স্বাধীনতা দেয়। যদি কোনও প্লেয়ারকে ওঁ দলে সুযোগ দেয় তো সেই প্লেয়ারকে ১০০ শতাংশ ব্যাক করে রোহিত। আমি আমার কেরিয়ারের বেশিরভাগ ম্য়াচ এই তিন অধিনায়কের অধীনেই খেলেছি।''