R Ashwin: ধোনির সময়কালের উদাহরণ দিয়ে ফের অশ্বিনের নিশানার বর্তমান ভারতীয় ম্যানেজমেন্ট
Team India: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তি প্রাক্তন অধিনায়কেরা প্রশ্ন তুলেছিলেন।
নয়াদিল্লি: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship Final 2023) শেষ হয়েছে বেশ কয়েকদিন হল। সেই ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানে পরাজিত হয়ে ফের একবার খেতাব জয়ের সুযোগ হাতছাড়া করেছে টিম ইন্ডিয়া। সেই হতাশাজনক হারের পর থেকেই ভারতীয় দলের পারফরম্যান্সের ময়নাতদন্ত অব্যাহত। অনেকে ভারতীয় দলে ঢালাও বদলের আবেদন জানিয়েছেন। আবার অনেকে রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) ফাইনালের একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়েও বারংবার প্রশ্ন তুলছেন।
বিশ্বের এক নম্বর টেস্ট বোলার এবং গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে ভারতের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হলেও, তাঁকে ইংল্যান্ডের ওভালে আয়োজিত চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া হয়। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসাবে টিম ইন্ডিয়ার তরফে রবীন্দ্র জাডেজাকেই ওই ম্যাচের একাদশে রাখা হয়। সেই ফাইনালের অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়, রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তি প্রাক্তন অধিনায়কেরা প্রশ্ন তুলেছিলেন। অশ্বিন নিজেও না না ভাবে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন।
সমর্থকদের পাশে অশ্বিন
এবার ফের একবার নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে অশ্বিনকে বলতে শোনা যায়, 'আমরা বিগত ১০ বছর ধরে কোনও আইসিসি ট্রফি জিতিনি বলে ভারতীয়রা হতাশ, তা বোঝাই যাচ্ছে। আমি সমর্থকদের কষ্টটা বুঝতে পারছি। সোশ্যাল মিডিয়ায় সকলেই নিজের মতামত জানাচ্ছেন, একে বাদ দিতে হবে, ওকে দলে নিতে হবে এসব বলাবলি হচ্ছে। তবে একজন খেলোয়াড়ের দক্ষতা তো আর রাতারাতি বদলে যায় না।'
ধোনির সময়কালের সঙ্গে তুলনা
এরপরেই মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) অধিনায়কত্বের সঙ্গে তুলনা টেনে এনে অশ্বিন আরও যোগ করেন যে ধোনির সময় ভারতীয় দলের অন্দরের পরিবেশ অনেক ইতিবাচক ছিল। 'অনেকেই আমরা এমএস ধোনির অধিনায়কত্ব নিয়ে চর্চা করি। ও পৃথক কী করেছিল? শুধুমাত্র জিনিসপত্রকে অযথা জটিল করেনি, এই যা। ওর অধীনে তো আমি খেলেছি। ও ১৫ জনের একটি স্কোয়াড বাছাই করত। ওই ১৫জনই পরিবেশ পরিস্থিতি যাই হোক, গোটা বছর খেলত। ওই নিশ্চয়তা পাওয়াটা একজন খেলোয়াড়ের ক্ষেত্রে খুবই জরুরি।' দাবি অশ্বিনের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: প্রতিদিন নিয়মিত মধু সেবনে কী কী উপকার হতে পারে আমাদের স্বাস্থ্যের?