Rinku Singh Engagement: উপস্থিত অখিলেশ, জয়া বচ্চন, সমাজবাদী পার্টির সাংসদের সঙ্গে বাগদান সেরে ফেললেন রিঙ্কু সিংহ
Rinku Singh Engaged: সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে আজই বাগদান সারলেন রিঙ্কু সিংহ।

লখনউ: জল্পনা ছিলই। সেই জল্পনায় অবশেষে সিলমোহর পড়ল। বাগদান (Rinku Singh Engagement) সেরে ফেললেন কলকাতা নাইট রাইডার্স তারকা তথা ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংহ (Rinku Singh)। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের (Priya Saroj) সঙ্গে আজই বাগদান সারলেন রিঙ্কু। এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, পার্টির সাংসদ জয়া বচ্চনও।
রিঙ্কু ও প্রিয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে দীর্ঘ সময় ধরেই জল্পনা কল্পনা চলছিল। প্রিয়ার বাবা তুফানি সরোজও কয়েক মাস আগে দুইজনের সম্পর্কের কথাও মেনে নিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন রিঙ্কু ও সরোজ উভয়েই পরিবারের থেকে অনুমতি নিয়েছেন এবং দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। তবে তখনও গোটাটাই প্রাথমিক পর্যায়েই ছিল বলেও জানিয়েছিলেন তিনি।
তবে এবার বাগদানটা সেরেই ফেললেন রিঙ্কু ও প্রিয়া। সোশ্যাল মিডিয়ায় দুইজনের বাগদানের মিষ্টি মধুর ছবি, ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। দুইজনকেই নিজেদের এই শুভমন অনুষ্ঠানে বেশ হাসিখুশি দেখায়।
You can see live pictures of engagement of MP Priya Saroj and #cricketer Rinku Singh here Many congratulations to Rinku Singh and Priya Saroj on starting a new life. #RinkuSingh #PriyaSaroj #rinkusingh #Lucknow https://t.co/48lwOk7T3J pic.twitter.com/KV8l72xbFI
— Indian Observer (@ag_Journalist) June 8, 2025
ভারতীয় দলের তারকারা দিন দু'য়েক আগেই ইংল্যান্ড সফরের জন্য বিলেতের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তাই রিঙ্কুর অনেক সতীর্থই দেশে না থাকায় এই বাগদান অনুষ্ঠানে আসতে পারেননি। তবে প্রিয়ার সমাজবাদী পার্টির সাংসদ, পরিচিত মুখরা উপস্থিত ছিলেন। এসেছিলেন কংগ্রেসের সাংসদ তথা বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লও।
সমাজবাদী পার্টির মছলিশহরের সাংসদ প্রিয়া। তাঁর বাবা তুফানি সরোজও কিন্তু তিন বারের সাংসদ ছিলেন। বর্তমানে তুফানি বিধায়ক। প্রিয়ার কিন্তু রাজনৈতিক পরিচয় বাদেও আরেকটি পরিচয় রয়েছে। তিনি আইনজীবী। সুপ্রিম কোর্টেও ওকালতি করেছেন প্রিয়া। নয়াদিল্লির এয়ারফোর্স গোল্ডেন জুবলি ইনস্টিটিউট থেকে নিজের স্কুল সেরেছেন প্রিয়া। এরপর দিল্লি ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। নয়ডার অ্যামিটি ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি সম্পূর্ণ করেন প্রিয়া। তবে শেষমেশ বাবার মতো রাজনীতিকেই বেছে নেন বছর ২৬-র প্রিয়া।
রিঙ্কু সিংহের ব্যাকগ্রাউন্ড অবশ্য সম্পূর্ণ ভিন্ন। অত্যন্ত সাধারণ ঘর থেকে উঠে আসা রিঙ্কু একসময় পেটের দায়ে খেলাই ছেড়ে দেবেন বলে ভেবেছিলেন। তাঁর বাবা বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার বিলি করতেন। একসময় তো ঘর চালানোর জন্য রিঙ্কুকে ঝাড়ুদারের কাজও করতে হয়েছে। তবে আইপিএল তাঁর ভাগ্য বদলে দেয়। প্রথমবার পাঞ্জাব কিংস তাঁকে দলে নিলেও কলকাতা নাইট রাইডার্স তাঁকে আইপিএলে খেলার সুযোগ করে দেয়। আইপিএলে ভাল পারফর্ম করে জাতীয় দলের হয়েও ইতিমধ্যেই ৩২টি ম্যাচ খেলে ফেলেছেন বাঁ-হাতি ক্রিকেটার। এবার তাঁর ব্যক্তিগত জীবনের নতুন ইনিংস শুরু হল।




















