Bengaluru Stampede: 'আমিও এখানেই থাকতে চাই', বেঙ্গালুরুতে পদপিষ্ট হয়ে মৃত সন্তানের কবর আঁকড়ে কান্না বাবার
Chinnaswamy Stadium: চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের প্রাণ হারনোর ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

বেঙ্গালুরু: ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার, ৩ জুন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল খেতাব হাতে তুলেছেন বিরাট কোহলিসহ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) দল। তবে তার পরের দিনই যেখানে গোটা শহরের আনন্দ, উচ্ছ্বাসে ভাসার কথা ছিল, সেখানে আরসিবির বিজয়োৎসব বদলে যায় বিষাদে। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট (Bengaluru Stampede) হয়ে প্রান হারান ১১ জন। তাঁদের মধ্যে একজন ছিলেন ২১ বছরের ভুমিক লক্ষ্মণ। ্
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে ভুমিকের বাবা বিটি লক্ষ্মণকে তাঁর সন্তানের কবর আঁকড়ে কাঁদতে দেখা যাচ্ছে। ২১ বছরের সন্তানকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন তাঁর বাবা। সন্তানের কবর আঁকড়েই কান্নায় ভাঙেন তিনি। সন্তানের কবরের আঁকড়ে কাঁদতে কাঁদতেই তাঁকে বলতে শোনা যায়, 'আমার সন্তানের সঙ্গে যা হয়েছে, তা যেন আর কারুর সঙ্গে না হয়। আমি এখানেই থাকব, কোথাও যাব না।' মর্মান্তিক এই ঘটনায় ভুমিকের বাবাকে ছেলের কবর থেকে উঠানোর চেষ্টা করলেও, তাঁর কাতর আর্জিতে সকলেরই চিখ ভিজতে বাধ্য। 'আমি যা ভোগ করছি, কোনও বাবাকে যেন এর মধ্যে দিয়ে যেতে না হয়।' তাঁর আর্তনাদ।
💔 एक बाप का सबसे बड़ा दुःख...
— Sunil Shukla (@realsunilshukla) June 7, 2025
जिस ज़मीन को उसने अपने बेटे के भविष्य के लिए खरीदा था,
आज उसी ज़मीन में वो बेटे को दफ़ना चुका है।
लक्ष्मण, कर्नाटक के हासन ज़िले से,
अब अपने 20 वर्षीय बेटे भूमिक की क़ब्र से हटने को तैयार नहीं —
क्योंकि उसका दिल, उसकी रूह… उसी मिट्टी में दफ़न हो… pic.twitter.com/32Wh4SrTaN
চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের প্রাণ হারনোর ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বিজেপির তরফেই এই ভিডিওটি আপলোড করা হয়েছে। কর্ণাটকের বিরোধী দল বারংবার কর্ণাটকের কংগ্রেস সরকারের দিকেই এই ব্যর্থতার দায় ঠেলেছে। শুরু হয়েছে রাজনৈতিক তর্জাও। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া (Siddaramaiah) বিজেপিকে বিঁধে মহাকুম্ভের পদপিষ্ট হওয়ার ঘটনার দিকে ইঙ্গিত করেন
পাশাপাশি কর্ণাটক সরকারের তরফে ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে। কর্ণাটক মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, 'আমাদের আশার থেকে অনেক বেশি গুণ লোক ভিড় জমিয়েছিলেন। বিধান সৌধের সামনেই প্রায় এক লক্ষ লোকের সমাগম ঘটে। চিন্নাস্বামী স্টেডিয়ামের সামনেও প্রায় দুই, তিন লক্ষ লোক ভিড় জমিয়েছিলেন, যেখানে স্টেডিয়ামের দর্শকাসন মাত্র ৩৫ হাজার। এই সংখ্যাটা কেউই আশা করেননি। মৃতদের মধ্যে বেশিরভাগই তরুণ, তরুণী। আমরা তাই মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করছি। আহতদের চিকিৎসাও হবে সম্পূর্ণ বিনামূল্যে।'
এই ঘটনায় আরসিবির মার্কেটিং প্রধানসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন কর্ণাটক ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সচিব ও কোষাধ্যক্ষ। ঘটনার ২৪ ঘণ্টা পর, বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। সাসপেন্ড করা হয়েছে ACP ও সেন্ট্রাল জোনের DCP-কে।






















