Rohit Sharma: ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে ছাত্রের খেলার সম্ভাবনা প্রসঙ্গে কী বললেন রোহিতের ছোটবেলার কোচ?
ODI World Cup 2027: ওয়ান ডে ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ২৭৩টি ম্য়াচ খেলে ১১,১৬৮ রান করেছেন। ৪৮.৭৬ গড়ে ব্যাটিং করেছেন তিনি। ওয়ান ডে কেরিয়ারে ৩২টি শতরান ও ৫৮টি অর্ধশতরান ঝুলিতে পুরেছেন হিটম্য়ান।

মুম্বই: টেস্ট ও টি-টােয়েন্টি ফর্ম্য়াট থেকে সরে দাঁড়ালেও এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াট থেকে অবসর নেননি রোহিত শর্মা। ২০২৩ বিশ্বকাপে রানার্স আপ হতে হয়েছিল বিশ্বকাপে। সেই ক্ষতে এখনও সারেনি। তাই ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ জিতেই পঞ্চাশ ওভারের ফর্ম্য়াটকেও বিদায় জানাতে চান রোহিত শর্মা। কিন্তু আটত্রিশ পেরনো রোহিতের পক্ষে কি আদৌ দু বছর পরের বিশ্বকাপে খেলা সম্ভব? হিটম্য়ানের ছোটবেলার কোচ দীনেশ লাড অবশ্য মনে করেন যে ভারত অধিনায়ককে অবশ্যই ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে খেলা উচিৎ।
চলতি বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে রোহিতের নেতৃত্বাধীন ভারত। আগের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছিলেন রোহিত। কিন্তু এখনও অধরা ওয়ান ডে বিশ্বকা। সংবাদ সংস্থা IANS কে দেওয়া সাক্ষাৎকারে দীনেশ বলছেন, ''রোহিতের অবশ্যই ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে খেলা উচিৎ। বিশ্বকাপ জেতা যে কোনও ক্রিকেটারের কাছে স্বপ্ন থাকে। ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য হতে পারেনি রোহিত। এই আক্ষেপ ওর মধ্য়ে ছিল।"
দীনেশ আরও বলেন, ''রোহিত আদৌ অধিনায়ক থাকবে কি না তা হয়ত বিসিসিআই ও নির্বাচকমণ্ডলী ঠিক করবে। কিন্তু আমি মনে করি রোহিতের ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপে খেলা উচিৎ অবশ্য়ই। ওর মধ্য়ে এখনও ক্ষিদে রয়েছে। নিজের লক্ষ্যে স্থির থাকে রোহিত সবসময়।''
উল্লেখ্য, দেশের জার্সিতে ওয়ান ডে ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ২৭৩টি ম্য়াচ খেলে ১১,১৬৮ রান করেছেন। ৪৮.৭৬ গড়ে ব্যাটিং করেছেন তিনি। ওয়ান ডে কেরিয়ারে ৩২টি শতরান ও ৫৮টি অর্ধশতরান ঝুলিতে পুরেছেন হিটম্য়ান। একই সঙ্গে এই ফর্ম্য়াটে তিনটি দ্বিশতরানও রয়েছে রোহিতের ঝুলিতে, যা গোটা বিশ্বে আর কারও নেই।
শেষবার মাঠে দেখা গিয়েছিল রোহিতকে গত আইপিএলে। যেখানে মুম্বইয়ের জার্সিতে ১৫ ম্য়াচে মোট ৪১৮ রান করেছিলেন। টেস্টে রোহিত না খেললেও ভারতকে সমর্থন করতে ওভালে উপস্থিত হয়েছিলেন রোহিত। সেখানে ভিআইপি বক্সে দেখা গিয়েছিল হিটম্য়ানকে।
যদিও সম্প্রতি টেস্ট ক্রিকেটেও রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন উঠছিল। বিশেষ করে দেশের মাটিতে নিউজ়িল্যান্ডের কাছে টেস্টে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাওস্কর ট্রফিতে ভরাডুবির পর রোহিতের জায়গা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছিল কোনও কোনও মহল থেকে। তাই দেওয়াল লিখনটা বুঝতে পেরে আগেই হয়ত টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন ইংল্যান্ড সফরের আগেই।




















