Indian Cricket Team: মাত্রাতিরিক্ত সমালোচনা! গাওস্করের বিরুদ্ধে বোর্ডকে নালিশ রোহিত শর্মার?
BCCI: গাওস্কর হালফিলে টিম ইন্ডিয়ার খারাপ পারফরম্যান্সের জন্য দলকে কড়া ভাষায় বিদ্ধ করেছেন। তবে তাঁর কথাবার্তা দলের সিনিয়র ক্রিকেটার, বিশেষত বিরাট কোহলির পছন্দ হয়নি বলেই রিপোর্টে দাবি করা হচ্ছে।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক ফর্ম নিয়ে সমালোচনার ঝড়। এই সমালোচকদের তালিকায় একেবারে শীর্ষে যাঁর নাম বারংবার উঠে এসেছে, তিনি সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। সাম্প্রতিক অতীতে ভারতীয় দলের ফর্ম, দায়বদ্ধতা এবং টেকনিক নিয়ে প্রবল সমালোচনা করেছেন কিংবদন্তি ক্রিকেটার। এবার তাঁর বিরুদ্ধেই বোর্ডের (BCCI) কাছে নালিশ করলেন খোদ ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)!
গাওস্কর হালফিলে টিম ইন্ডিয়ার খারাপ পারফরম্যান্সের জন্য দলকে কড়া ভাষায় বিদ্ধ করেছেন। তবে তাঁর কথাবার্তা দলের সিনিয়র ক্রিকেটার, বিশেষত বিরাট কোহলির পছন্দ হয়নি বলেই রিপোর্টে দাবি করা হচ্ছে। এই নিয়ে এতটাই বিরক্ত ভারতীয় অধিনায়ক যে তিনি এবার বোর্ডের দ্বারস্থ হয়েছেন। রিপোর্টে দাবি করা হয় যে গোটা বিষয়ে অবগত এক সূত্র জানিয়েছেন যে রোহিতের মতে সুনীল গাওস্করের তাঁকে এতটা চাঁচাছোলা ভাষায় সমালোচনা করার প্রয়োজন ছিল না। সেই কারণেই তিনি বিসিসিআইয়ের কাছে সুনীল গাওস্করের বিরুদ্ধে অভিযোগ করেন। সবটা তাঁর ওপর এতটাই চাপ সৃষ্টি করে যে তিনি বাধ্য হয়েই বিসিসিআইকে অভিযোগ করেন।
সিডনি টেস্টের পর প্রাক্তন ভারতীয় অধিনায়ক গাওস্কর বলেন, 'যদি কোনও অধিনায়ক দলে নিজের জায়গা নিয়ে সন্দিহান হয়, তাহলে তার অবসর নিয়ে নেওয়া উচিত।' এমনই না না কড়া সমালোচনা শোনা গিয়েছে গাওস্করের গলায়। তবে রোহিতের সমালোচনা কী ভিত্তিহীন? বর্ডার-গাওস্কর ট্রফিতে মাত্র ৩১ রান করাটা কিন্তু তেমনটা ইঙ্গিত করছে না। উপরন্তু, আন্তর্জাতিক ক্রিকেটে ব্যর্থ হয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেও লাভের লাভ কিছু হয়নি। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচেও ব্যর্থ হয়েছেন তিনি। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মুম্বই পরাজিতও হয়। রোহিত পারেননি, কোহলি কি পারবেন?
দিল্লির হয়ে আগের ম্যাচেই খেলার কথা ছিল তাঁর। তবে ঘাড়ের ব্যথার জন্য সেই ম্যাচে খেলেননি তিনি। তবে কোহলি চোট সারিয়ে ফিরছেন। আসন্ন রাউন্ডে রেলওয়েজের বিরুদ্ধে দিল্লি রঞ্জি দলের হয়ে মাঠে নামবেন বিরাট কোহলি। সেই নিয়ে চারিদিকে ইতিমধ্যেই হইচই। সেই ম্যাচের আগে অরুন জেটলি স্টেডিয়ামে দিল্লি রঞ্জি দলের হয়ে অনুশীলনেও নেমে পড়েছেন বিরাট। ২০১২ সালে গাজিয়াবাদে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শেষবার বিরাট কোহলিকে দিল্লির হয়ে রঞ্জি খেলতে দেখা গিয়েছিল। তারপর দীর্ঘ অপেক্ষার পর আবার যেখান থেকে শুরু করেছিলেন, সেই রঞ্জি ক্রিকেটেই ফিরছেন তিনি। 'কিং কোহলি' রানে ফিরতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষায় সকলে।
আরও পড়ুন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতীয় ওপেনারের ইতিহাস, প্রথম মহিলা হিসাবে সেঞ্চুরি হাঁকালেন তৃষা
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
