Rohit Sharma: তিন থেকে চার, বিশেষ ভঙ্গিমায় পরিবারে নতুন সদস্য আগমনের ঘোষণা রোহিত শর্মার
Rohit Shamra Baby: সঞ্জু স্যামসনের মতে রোহিত শর্মার পরিবারে এক নতুন ক্রিকেটারের আগমন ঘটেছে।
মুম্বই: গতকাল রাতেই কানাঘুষো শোনা যাচ্ছিল। সেই খবরে সিলমোহর পড়ল। ভারতীয় অধিনায়কের পরিবারে নতুন সদস্যের আগমন। রোহিত শর্মা (Rohit Sharma), রীতিকা সাজদের (Ritika Sajdeh) কোল আলো করে এল ফুটফুটে ছেলে।
ভারতীয় অধিনায়ক এক বিশেষ ভঙ্গিমায় নিজেদের পরিবারের নতুন সদস্য আগমনের কথা ঘোষণা করেন। বিখ্যাত টিভি সিরিজ় 'F.R.I.E.N.D.S'-র পোস্টারর আদলে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টার শেয়ার করেন রোহিত। অ্যানিমেটেড সেই ছবিতে সোফায় রোহিত, রীতিকা, তাঁদের মেয়ে সামাইরা এবং সামাইরার কোলে নতুন সদস্যকে দেখা যায়। টিম ইন্ডিয়ার বিশ্বজয়ী অধিনায়কের ছবিটিতে লেখা, 'ফ্যামিলি। যেখানে আমরা চার।' তিনি ছবিটির ক্যাপশনে ১৫ নভেম্বর লেখেন, অর্থাৎ জল্পনাই সত্যি। গতকালই তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটেছে।
View this post on Instagram
রোহিতের পরিবারে নতুন সদস্যের আগমনে তাঁর দুই মুম্বই ইন্ডিয়ান্স এবং ভারতীয় দলের সতীর্থ সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও তিলক বর্মা (Tilak Varma) উচ্ছ্বাসে ভাসেন। ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়ক সূর্য সঞ্জু স্যামসন ও তিলককে প্রশ্ন করেন, 'আমরা যা শুনতে পাচ্ছি যে রোহিত ভাইয়ের সদ্যই ছেলে হয়েছে। এই বিষয়ে তোমরা কী বলতে চাও?' জবাবে তিলক বলেন, 'খুব খুশি রোহিত ভাই। আমরা সকলেই এই মুহূর্তটার অপেক্ষায় ছিলাম। এটা আর এক, দুইদিন পরে হলেই আমি ওখানে পৌঁছে যেতাম। তবে আমি দ্রুতই আসছি। আমরা সকলেই খুব উচ্ছ্বসিত।'
তিলক বর্মার সঙ্গে রোহিত শর্মার পরিবারের সম্পর্ক খুবই ভাল। তিলক ও রোহিতের মেয়ে সামাইরার খুনসুটির প্রচুর ভিডিও রয়েছে। তাই স্বাভাবিকভাবেই এই খবরে তিনি খুবই উচ্ছ্বসিত। অপরদিকে স্যামসন আবার রোহিতের পরিবারে এক নতুন ক্রিকেটার আগমনের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, 'চেত্তা এবং ওঁর পরিবারের জন্য খুবই খুশি। আমাদের মনে হয় ছোট ছোট প্যাড ও ব্যাটের আয়োজন করতে হবে। কারণ একজন নতুন ক্রিকেটারের আগমন ঘটেছে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মাত্র ১৩ বছর বয়সেই সর্বকালের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আইপিএলের নিলামে, কে সে?