Rohit Sharma: ২০২৭ সালের বিশ্বকাপে খেলাই নয়, জিততেও বদ্ধপরিকর তিনি, ভাইরাল ভিডিওতে জানালেন রোহিত
Indian Cricket Team: রোহিতের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর।

নয়াদিল্লি: বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ান ডে সিরিজ়ের আগে প্রস্তুতিতে ব্য়স্ত। সদ্যই অধিনায়কত্ব হারিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর ভবিষ্যৎ নিয়ে জোর জল্পনা। এইসবেরই মাঝে রোহিতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে রোহিত শুধু ২০২৭ সালের বিশ্বকাপ খেলাই নয়, সেই বিশ্বকাপে ভারতকে জেতানোরও অঙ্গীকার নেন।
সম্প্রতি Make-A-Wish ফাউন্ডেশনের বাচ্ছাদের সঙ্গে রোহিতের সাক্ষাতের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে কচিকাচারা কেউ তাঁর মতো পুল শট খেলতে চায়, তো কেউ আবার তাঁকে জানায় পরবর্তী বিশ্বকাপে সে রোহিতের ব্যাটিং দেখতে চায়। রোহিতকে ২০২৭ সালের বিশ্বকাপ প্রসঙ্গে বলতে শোনা যায়, 'হ্যাঁ, আমি ওই বিশ্বকাপে খেলতে চাই।' এরপরেই তিনি বলেন, 'আমি বিশ্বকাপ জিততে চাই।' কচিকাচদের সঙ্গে রোহিতের এই ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
View this post on Instagram
অবশ্য রোহিতের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে নারাজ ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর। রোহিত ও বিরাট কোহলি ভবিষ্যৎ নিয়ে আগরকরকে সম্প্রতি এক অনুষ্ঠানে বলতে শোনা যায়, 'কেউ যদি ৫০-র অধিক গড়ে রান করে এবং অপরজনের গড় তার আশেপাশে হয়, তাহলে তাদের প্রতি ম্যাচের পারফরম্যান্স অনুযায়ী বিচার করা উচিত নয়। তবে হ্যাঁ, ২০২৭ এখনও অনেকটা দেরি। দুইজনেই একটি ফর্ম্যাটে খেলছে এবং সাত পরে খেলছে সম্ভবত। ওরা খুব বেশি ক্রিকেট খেলেনি। ওরা খেলতে শুরু করলে তারপরে তো যাচাই করা হবে।'
অবশ্য রোহিত বা বিরাটের প্রতিটি ম্য়াচ, প্রতিটি সিরিজ়ের পারফরম্যান্সই যে আতস কাঁচের তলায় ফেলে বিচার করা হবে না, সেটাও জানিয়ে দেন আগরকর। তিনি আরও যোগ করেন, 'যা যা ট্রফি জেতা যায়, ওরা জিতেছে এবং রানও করেছে। এই সিরিজ়ে (অস্ট্রেলিয়া) রান না করলে যে ওরা ওখানে (২০২৭ বিশ্বকাপে) সুযোগ পাবে না, বা ওরা তিনটি শতরান করলেই নিশ্চিতভাবে সুযোগ পেয়ে যাবে এমনটা নয়। ২০২৭ অনেক দূর। সেই সময় দল কেমন কীভাবে গড়ে উঠে, সেটা দেখব। আমরা কিছু ধারণা রয়েছে এবং আমরা ধীরে ধীরে যত এগোব, তত দল কেমন কী খেলছে, কেমন এগোচ্ছে, সেই বিষয়টা বুঝতে পারব।'



















