IND vs SL T20I: চোট সারেনি, শ্রীলঙ্কার বিরুদ্ধেও সম্ভবত খেলবেন না রোহিত, বাদ পড়তে পারেন রাহুল
KL Rahul: রাহুল বিগত ১৬টি টি-টোয়েন্টি ইনিংসে ছয়টি অর্ধশতরান করেছেন বটে। তবে বাকি ১০টি ইনিংসের সাতটিতেই এক অঙ্কের রানে তাঁকে সাজঘরে ফিরতে হয়েছে।
নয়াদিল্লি: সদ্যই ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ ও সিরিজ সমাপ্ত হয়েছে। এটিই চলতি বছরে ভারতের শেষ ম্যাচ ছিল। এরপরে একবারে ২০২৩ সালে, নতুন বছরে ফের একবার টিম ইন্ডিয়াকে মাঠে দেখা যাবে। শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka T20I ) ৩ জানুয়ারি থেকে ঘরের মাঠে তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। সেই সিরিজে দলের দুই তারকা ওপেনার রোহিত শর্মা (Rohit Sharma) ও কেএল রাহুলকে (KL Rahul) ছাড়াই সম্ভবত ভারতীয় দল মাঠে নামবে।
নেই রোহিত, বাদ রাহুল!
বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা চোট পান। সেই চোটের কারণেই গোটা টেস্ট সিরিজেই খেলতে পারেননি তিনি। খবর অনুযায়ী, তাঁর চোট এখনও সারেনি। সেই কারণেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও তিনি সম্ভবত খেলতে পারবেন না। তবে রাহুলের বিষয়টা ভিন্ন। ভারতীয় সহ-অধিনায়ক চোট নয়, বরং খারাপ ফর্মের জন্য জাতীয় দল থেকে বাদ পড়তে পারেন। রাহুল বিগত ১৬টি টি-টোয়েন্টি ইনিংসে ছয়টি অর্ধশতরান করেছেন বটে। তবে বাকি ১০টি ইনিংসের সাতটিতেই এক অঙ্কের রানে তাঁকে সাজঘরে ফিরতে হয়েছে।
ওই সাতটি এক অঙ্কের রানের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীনই এসেছে। তাই বিশ্বকাপের পরপরই রাহুলকে দল থেকে বাদ দেওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়। বাংলাদেশ সফরেও তিনি তেমন রান পাননি। এর জেরেই রাহুলকে সম্ভবত টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়তে হচ্ছে। গোটা বিষয়টির ব্যাপারে অবগত এক সূত্র জানিয়েছেন, 'বর্তমান পরিস্থিতি যা তাতে মনে হচ্ছে না রোহিতের শট (টি-টোয়েন্টি সিরিজের আগে) সারবে। সেক্ষেত্রে সম্ভবত হার্দিক (পাণ্ড্য) দলকে নেতৃত্ব দেবেন। কেএল রাহুলের ক্ষেত্রে মনে হচ্ছে ও সম্ভবত টি-টোয়েন্টিতে আর সুযোগ না ও পেতে পারে।'
ভারতের সিরিজ জয়
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (IND vs BAN 2nd Test) ম্য়াচ জিততে চতুর্থ দিনে ভারতীয় দলকে ১০০ রান করতে হত, হাতে ছিল ছয় উইকেট। বাংলাদেশি স্পিনার, বিশেষত মেহেদি হাসান মিরাজের (Mehidy Hasan Miraz) দাপটে একসময় পরাজয়ের আশঙ্কা তৈরি হয়েছিল। ১৪৫ রান তাড়া করতে নেমে ৭৪ রানে সাত উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। তবে রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) প্রতিআক্রমণাত্মক পার্টনারশিপে ভর করে তিন উইকেটে ম্যাচ জিতল ভারতীয় দল। প্রথম টেস্ট ম্যাচেও ভারতই জয় পেয়েছিল। এই টেস্ট ম্যাচ জিতে সিরিজ নিজেদের নামে করল টিম ইন্ডিয়া।
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে অভিযান শুরু ভারতের, সেমিফাইনালে লজ্জার বিদায়, ট্রফি ইংল্যান্ডের