Virat-Rohit: বিশ্বকাপে কোহলিকে যে কোনওমতে চাই, বিরাট দাবিতে অনড় রোহিত
Virat Kohli: কীর্তি আজাদ নিজের সোশ্যাল মিডিয়ায় দাবি করেন যে রোহিত নিজের দলে বিরাটকে চান এবং বিরাটের ভবিষ্যৎ খুব দ্রুতই নির্ধারিত হবে।
মুম্বই: দিনকয়েক আগেই বিরাট কোহলির (Virat Kohli) টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) দলে না থাকার সম্ভাবনা নিয়ে একাধিক রিপোর্ট চারিদিকে শোরগোল ফেলে দেয়। বিরাট নাকি আইপিএলে অনবদ্য পারফর্ম করলে তবেই তাঁর নাম বিশ্বকাপ দলের জন্য বিবেচনা করা হবে। তবে এরই মাঝে প্রাক্তন বিশ্বজয়ী কীর্তি আজাদের (Kirti Azad ) দাবি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) যে কোনও প্রকারে কোহলিকে বিশ্বকাপ দলে চান।
কীর্তি আজাদ নিজের সোশ্যাল মিডিয়ায় দাবি করেন যে রোহিত নিজের দলে বিরাটকে চান এবং বিরাটের ভবিষ্যৎ খুব দ্রুতই নির্ধারিত হবে। তিনি বিস্ফোরক দাবি করে লেখেন, 'জয় শাহ (Jay Shah), যে নির্বাচকই নন, সে কেন অজিত আগরকরকে বিরাট কোহলিকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়ার জন্য বাকিদের রাজি করাতে বলবেন? ১৫ মার্চ অবধি এর জন্য সময় চাওয়া হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী অজিত আগরকর না নিজেকে, না অন্যান্য নির্বাচকদের এ বিষয়ে রাজি করাতে পেরেছেন। জয় শাহ রোহিতকেও একই জিনিস বললে, ও স্পষ্ট জানিয়ে দেয় যে বিরাট কোহলিকে যে কোনও পরিস্থিতিতেই দলে চাই। বিরাট কোহলি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন এবং বিশ্বকাপের দল ঘোষণার আগেই এই খবর সর্বসমক্ষে জানানো হবে।'
Why should Jay Shah, he is not a selector, to give responsibility to Ajit Agarkar to talk to the other selectors and convince them that Virat Kohli is not getting a place in the T20 team. For this, time was given till 15th March. If sources are to be believed, Ajit Agarkar was… pic.twitter.com/FyaJSClOLw
— Kirti Azad (@KirtiAzaad) March 17, 2024
বিরাট কোহলি, রোহিত শর্মা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। তবে দুই তারকাই এ বছরের শুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের শেষ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ়ের অংশ ছিলেন। রোহিত সেই সিরিজ়ে একটি সেঞ্চুরিও হাঁকিয়েছিলেন। তবে সেই সিরিজ়ের পর থেকে বিরাট কোহলিকে আর ভারতের হয়ে মাঠে নামতে দেখা যায়নি। এর মাঝেই তাঁর সন্তানের জন্ম হয়। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ়ে খেলেননি।
তবে আইপিএলের মাধ্যমেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন 'কিং কোহলি'। আইপিএলে তাই তিনি কেমন পারফর্ম করেন, সেইদিকে সকলেরই নজর থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: গেমচেঞ্জার কুলদীপ, পন্থের ফিটনেসের ওপর দাঁড়িয়ে দিল্লি ক্যাপিটালসের ভাগ্য