Rohit Sharma: সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্টের মাধ্যমে পরিবারের নতুন সদস্যের নাম প্রকাশ করলেন রোহিত-ঘরণী রীতিকা
Rohit Sharma Son: ১৫ নভেম্বর রোহিত শর্মা ও রীতিকা সাজদের দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করে।
নয়াদিল্লি: সদ্যই দ্বিতীয়বারের জন্য বাবা মা হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও রীতিকা সাজদে (Ritika Sajdeh)। ১৫ নভেম্বর তাঁদের কোল আলো করে এসেছে এক ফুটফুটে ছেলে। তবে রোহিত ও রীতিকার দ্বিতীয় সন্তানের নাম কি হবে তা এতদিন অজানাই ছিল। অবশেষে প্রকাশ্যে এল সেই নাম।
ভারতীয় অধিনায়কের স্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট শেয়ার করেছেন। ক্রিসমাস তথা নতুন বছরের হলিডে মরশুমের আগে পরিবারের সকলের নাম দেওয়া কিছু খেলনার ছবি শেয়ার করেন রীতিকা। সেখানে চারটি খেলনা দেখতে পাওয়া যায়। যেখানে রোহিত ও রীতিকার নামের আদ্যক্ষরের পাশাপাশি ছিল কন্যা সামাইরার নামও। তাছাড়াও আরও একটু খেলনা পুতুল ছিল যেটার নাম 'আহান'। এই পোস্ট দেখেই নেটিজেনরা নিশ্চিত হচ্ছেন যে রোহিতের ছেলের নাম আহান রাখা হয়েছে।
আহান শব্দের অর্থ 'ভোর' বা 'নতুন শুরু'। আহানের আগমনে রোহিত ও রীতিকার জীবনের নতুন সফর শুরু হয়েছে, সেই কারণেই হয়তো তাঁর এমন নাম দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, সন্তানসম্ভবনা বউয়ের পাশে থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে পারেননি রোহিত। তবে সন্তানের জন্মের পর ইতিমধ্যেই কিন্তু অজিভূমে পৌঁছে গিয়েছেন রোহিত। গত রবিবার পারথে প্রথম টেস্ট চলাকালীনই অস্ট্রেলিয়ায় পৌঁছন রোহিত। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ভারতীয় অধিনায়ক যে মাঠে নামবেন, তা কার্যত নিশ্চিত।
তার জন্য জোরকদমে প্রস্তুতিও বহু আগেই শুরু করে দিয়েছিলেন রোহিত। রবিবার সেই দিনরাতের টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলে ভারত। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্যাচে জয়ও পেয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে নেতৃত্বও দেন রোহিত শর্মা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। প্রতিপক্ষকে ২৪০ রানে আটকে রাখার পর ভারতীয় দলের হয়ে ওপেনিংয়ে নামলেন জয়সওয়াল ও কেএল রাহুল। পারথে এই জুটিই ওপেনে নেমে সফল হয়েছিল। রোহিত দলে ফেরার পরেও জয়সওয়াল ও রাহুলই নামলেন ওপেনিংয়ে।
আরও পড়ুন: আসন্ন আইপিএলে ফের আরসিবির নেতৃত্বে কোহলি? ডিভিলিয়ার্সের সুরেই ইঙ্গিত অশ্বিনেরও