Romario Shepherd: এক বলে ২০ রান! অসম্ভবকে সম্ভব করে দেখালেন আইপিএল চ্যাম্পিয়ন দলের ক্রিকেটার
CPL 2025: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলা শেফার্ড পাঁচটি চার এবং সাতটি ছয়ের সাহায্যে ম্যাচে ৩৪ বলে ৭৩ রান করেছেন ।

গায়ানা: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (CPL 2025) হইচই ফেলে দিলেন রোমারিয়ো শেফার্ড (Romario Shepherd) । যিনি আইপিএলে খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে । আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য । সিপিএলে এক বলে ২০ রান করলেন রোমারিও শেফার্ড । লিগের ১৩তম ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংসের খেলায় এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে । গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলা শেফার্ড পাঁচটি চার এবং সাতটি ছয়ের সাহায্যে ম্যাচে ৩৪ বলে ৭৩ রান করেছেন ।
গায়ানা ইনিংসের ১৫তম ওভারের ঘটনা । বোলার ছিলেন ওশেন টমাস । ওভারের তৃতীয় বলটি তিনি নো বল করেন । সেই বলে শেফার্ড কোনও রান করতে পারেননি । কিন্তু নো হওয়ায় ফ্রি হিট পেয়ে যান ক্যারিবিয়ান তারকা । এরপর ওয়াইড করে বসেন টমাস । পরের বলেও তাই ফ্রি হিট লাগু ছিল । সেই ফ্রি হিট থেকে মিড উইকেটের উপর দিয়ে ওভার বাউন্ডারি মারেন তিনি । তবে সেই বলটিও 'নো' হয় । আবার একটি 'ফ্রি হিট' পান । সেই বলেও ছক্কা মারেন শেফার্ড । 'ফ্রি হিট'-এর তৃতীয় বলটিও 'নো' হয় । সেই বলেও ছক্কা মারেন শেফার্ড । প্রতি বারই টমাসের পা ক্রিজ়ের বাইরে পড়ায় আম্পায়ার 'নো' বল দেন । ফলে তিনটি ছয়ের মধ্যে মাত্র একটিমাত্র বৈধ বল ছিল । সেই বল থেকে ২০ রান হয় । শেফার্ডের ব্যাটে তৈরি হয় নজির ।
শেফার্ডের ইনিংসের সাতটি ছয়ের মধ্যে তিনটি ছয় এসেছে একই ওভারে । প্রত্যেকটিই 'ফ্রি হিট' থেকে । ম্যাচের ১৫তম ওভারে বল করতে এসেছিলেন ওশেন টমাস । তৃতীয় বলেই যত কাণ্ড ।
ROMARIO SHEPHERD PLAYS FOR MY CLUB 🔥❤️.
— CHIKU JI❤️💫 (@MaticKohli251) August 27, 2025
Earlier there was Pollard , Russell who used to be a nightmare for other teams , but they were in different teams. The day Tim David and Shepherd both started smashing it will be carnage 🔥pic.twitter.com/GarpnYfcYP
গত আইপিএলে আরসিবি-র হয়ে খেলে নজর কেড়েছিলেন শেফার্ড । মিডল অর্ডারে নেমে ঝোড়ো ব্যাটিং করেন তিনি । চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৪ বলে হাফসেঞ্চুরি করেছিলেন । আইপিএলের ইতিহাসে যেটি দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি ।




















