SA vs IND: টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা লড়াই, কী বলছে দুই দলের অতীত সাক্ষাতের পরিসংখ্যান?
South Africa vs India: বিশের বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকা ছয় বার একে অপরের মুখোমুখি হয়েছে।
নয়াদিল্লি: বার্বাডোজে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা (SA vs IND)। খেতাবি লড়াইয়ে দুই দলের লড়াই শেষে রোহিত শর্মা না এডেন মারক্রাম, কার হাতে ট্রফি উঠে, সেই দেখতে উদগ্রীব গোটা ক্রিকেটবিশ্ব। কিন্তু বিশের বিশ্বকাপে দুই দলের ইতিহাস কী বলছে? কারা এগিয়ে, কারা পিছিয়ে?
ভারত ও দক্ষিণ আফ্রিকা ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপেই একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তরুণ রোহিত শর্মা। তাঁর ৫০ রানের ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকা ১৫৩ রান তোলে। মার্ক বাউচার ও অ্যালবি মর্কেল, উভয়েই ৩৬ রানের ইনিংস খেললেও ৩৭ রানে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া।
দুই বছর পর নটিংহ্যামশায়ারে ফের একবার টিম ইন্ডিয়া ও প্রোটিয়া শিবির বিশের বিশ্বকাপের মহারণে মুখোমুখি হবে। এবার গত বারের হারের বদলা নেয় প্রোটিয়া শিবির। চ্যালেঞ্জিং পরিবেশে দক্ষিণ আফ্রিকা ১৩১ রান তোলেষ। এবি ডিভিলিয়ার্স ৬৩ রানের ইনিংস খেলেন। জোহান বোথার তিন ও ডেল স্টেইনের দুই উইকেটে ভর করে ১২ রানে জয় পায় প্রোটিয়া শিবির।
ঠিক পরের বছরের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই প্রথম ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সেঞ্চুরি হাঁকান সুরেশ রায়না। দক্ষিণ আফ্রিকাকে ১৮৭ রানের টার্গেট দেয় ভারত। জ্যাক ক্যালিসের ৭৩ রানের ইনিংস সত্ত্বেও পাঁচ উইকেটে ১৭২ রানেই থেমে যায় প্রোটিয়া দলের লড়াই।
২০১২ সালের বিশ্বকাপে নাগাড়ে চতুর্থবার দুই দল কুড়ি ওভারের বিশ্বকাপে একে অপরের বিরুদ্ধে মাঠে নামে। এবারও সুরেশ রায়না ভারতের হয়ে ব্যাট হাতে নজর কাড়েন। তিনি ৪৫ রানের ইনিংস খেলেন। ভারতীয় দল ১৫২ রান তোলে। ফাফ ডু প্লেসি ৬৫ রানের বড় ইনিংস খেলেন। তবে তাঁকে তেমন সঙ্গ দিতে কাউক দেখা যায়নি। হাড্ডাহাড্ডি লড়াই চললেও শেষ হাসি হাসে টিম ইন্ডিয়া। জাহির খান ও বালাজির বোলিংয়ে এক রানে জয় পায় ভারত। উভয়েই তিনটি করে উইকেট পান।
২০১৪ দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নেমেছিল। সেই ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি। মিরপুরে সেইবারের সেমিফাইনালে ৪৪ বলে ৭২ রানের ইনিংসে টিম ইন্ডিয়া জয় পেয়েছিল। তবে বছর দুই আগে পার্থে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে ৫ উইকেটে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সূর্যকুমার যাদব ৬৮ রান করলেও, ভারতীয় দল মাত্র ১৩৩ রানই বোর্ডে তুলতে পারে। এডেন মারক্রাম (৫২) ও ডেভিড মিলার (৫৯) হাফসেঞ্চুরি করে দুই বল বাকি থাকতেই দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে জেতায়।
এবার খেতাবি লড়াইয়ে সম্মুখসমরে দুই দল। শেষ হাসি কে হাসবেন, সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আইসিসি টুর্নামেন্টে ১০০ শতাংশ জয়ের রেকর্ড, ভারতের বিরুদ্ধেই অগ্নিপরীক্ষা অধিনায়ক মারক্রামের