India vs Australia: একই ভুল বারবার বিরাটদের, ব্যাটিং কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বোর্ডকে তোপ মঞ্জরেকরের
Sanjay Manjrekar: গাব্বা টেস্টে তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫১/৪। ক্রিজে আছেন রোহিত শর্মা ও কে এল রাহুল। টপ অর্ডার পরপর প্যাভিলিয়ন ফিরেছেন।
ব্রিসবেন: অ্য়াডিলেডের হাইলাইটসই যেন ফের ব্রিসবেনে। গাব্বায় আরও একবার ব্যর্থ হয়েছে ভারতীয় ব্যাটিং লাইন আপ। ফের অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়ন ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। নিজেদের ভুলে আউট হতে হয়েছে জয়সওয়াল, গিল ও পন্থকেও। এবার ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের ভূমিকা নিয়ে প্রশ্ন ছুড়ে দিলেন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjarekar)।
গাব্বা টেস্টে তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫১/৪। ক্রিজে আছেন রোহিত শর্মা ও কে এল রাহুল। টপ অর্ডার পরপর প্যাভিলিয়ন ফিরেছেন। এরপরই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বোর্ডকে তোপ দেগে প্রশ্ন তুলেছেন যে ব্যাটিং কোচের ভূমিকা কী দলে? টেকনিক্যাল ইস্যু গুলো নিয়ে কেন খাটছেন না ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ।
নিজের সোশ্য়াল মিডিয়ায় মঞ্জরেকর লিখেছেন, ''আমার মনে হয় এবার সময় এসেছে বোর্ডকে ভাবার যে ব্যাটিং কোচের ভূমিকা কী তা নিশ্চিত করতে। এত ভুল শট খেলছে ব্যাটাররা। তাহলে ব্যাটিং কোচ কী কাজ করছেন? টেকনিক্যাল ভুুলগুলো এখনও ঠিক করে তোলা সম্ভব হচ্ছে না কেন?''
View this post on Instagram
সোমবার ব্রিসবেনে ফের অফস্টাম্পের বাইরের বলে ব্যাটের কানা ছুঁইয়ে কট বিহাইন্ড হলেন কোহলি। মাত্র ৩ রান করে। গাব্বায় তাঁর ব্যর্থতা দেখে হতাশ সানি। কোহলির জন্য অস্ট্রেলিয়া যে ফাঁদ পাতছে, তাতে বারবার পা দিতে দেখে অবাক গাওস্কর। লিটল মাস্টার ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, 'আমার মনে হয় কোহলির যেটা করা উচিত সেটা হল ২০০৪ সালে সচিন তেন্ডুলকর যা করেছিল সেটা দেখা। প্রথম তিন টেস্টে অফস্টাম্পের বাইরের বলে ব্যাট বাড়িয়ে আউট হচ্ছিল সচিন। কখনও স্লিপে, কখনও শর্ট গালিতে। সিডনি টেস্টের আগে ও ঠিক করে নিয়েছিল কিছুতেই কভার অঞ্চলে শট খেলবে না।সব শট খেলবে বোলারের ফলো থ্রু বা মিড অফের ফিল্ডারের ডানদিকে। এবং লেগসাইডে যে কোনও জায়গায়। সেটাই দাওয়াই। সেই টেস্টে ও কভার ড্রাইভ কার্যত খেলেনি। যত দূর মনে পড়ে ২০০ বা ২২০ করে ফেলার পর একটা কভার কভার ড্রাইভ মেরেছিল। মনের এইরকম সংযমই জরুরি।'