Sanju Samson: ভারতে ইংলিশ প্রিমিয়ার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসডের সঞ্জু স্য়ামসন
EPL Brand Ambasador: মুম্বইয়ে প্রিমিয়ার লিগের একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন স্যামসন। সেখানেই উপস্থিত ছিলেন সঞ্জু স্যামসন। ছিলেন লিভারপুলের প্রাক্তন স্ট্রাইকার ও ইংল্যান্ডের প্রাক্তন প্লেয়ার মাইকেল আওয়েন।

মুম্বই: ইংলিশ প্রিমিয়ার লিগের ভারতে ব্র্যান্ড অ্য়াম্বাসেডর নির্বাচিত হলেন সঞ্জু স্যামসন। বিশ্ব ফুটবলের জনপ্রিয়তা ভারতেও রয়েছে ব্যাপকভাবে। তাছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সমর্থকও রয়েছে অনেক এখানে। অন্য়দিকে স্যামসন দেশের জার্সিতে ক্রিকেট খেলা এক জনপ্রিয় ব্যক্তিত্ব। ইংলিশ প্রিমিয়ার লিগের প্রসার ভারতের মাটিতে বাড়াতেই স্যামসনকে ব্র্যান্ড অ্য়াম্বাসেডর হিসেবে বেছে নিয়েছে ইপিএল কর্তৃপক্ষ।
মুম্বইয়ে প্রিমিয়ার লিগের একটি ইভেন্টে অংশ নিয়েছিলেন স্যামসন। সেখানেই উপস্থিত ছিলেন সঞ্জু স্যামসন। ছিলেন লিভারপুলের প্রাক্তন স্ট্রাইকার ও ইংল্যান্ডের প্রাক্তন প্লেয়ার মাইকেল আওয়েন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্যামসন জানান তাঁর লিভারপুল প্রীতির কথা। এছাড়া কেরলে ছোটবেলা থেকে স্যামসনের ফুটবল প্রেম কতটা ছিল সে বিষয়েও কথা বলেন উইকেট কিপার ব্যাটার। ইপিএল ছাড়াও কেরালা ব্লাস্টার্সের ব্র্যান্ড অ্য়াম্বাসেডরও স্যামসন। গত আইএসএলে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে কেরালার ম্য়াচে মাঠে দেখা গিয়েছিল প্রথমবার স্যামসনকে।
লঙ্কা প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটারদের
লঙ্কা প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেট দলের প্লেয়ারদের। আগামী লঙ্কা প্রিমিয়ার লিগে মোট ২৪টি ম্য়াচ হবে। ২০টি লিগের ম্য়াচ ও ৪টি নক আউটের ম্য়াচ। তিনটি ভেন্যু ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে। প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো ও ডাম্বুলায় হবে ম্য়াচগুলো। এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ''প্রথমবারের জন্য, ভারতীয় ক্রিকেটাররা লঙ্কা প্রিমিয়ার লিগের আগামী মরশুমে যোগ দিতে পারেন। খুব দ্রুত সেই সব ভারতীয় ক্রিকেটারদের নামের তালিকা ঘোষণা করা হবে। এর ফলে দর্শক ও ক্রিকেট প্রেমীদের মধ্য়ে বাড়তি উন্মাদনা দেখা যাবে নিঃসন্দেহে।'' আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। এই নিয়ে ষষ্ঠ বছরে পা রাখছে লঙ্কা প্রিমিয়ার লিগ।
টুর্নামেন্টের ফর্ম্য়াট অনুযায়ী লিগ পর্যায়ে সব দলই একে অপরের বিরুদ্ধে দুবার করে খেলবে। রাউন্ড রবিন পর্বের পর প্রথম চারটি দল প্লে অফের জায়গা করে নেবে। প্রথম প্লে অফে কোয়ালিফায়ার ১ এ প্রথম দুটো দল মুখোমুখি হবে। যে দল জিতবে তারাই সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। প্লে অফের তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল যে ম্য়াচ খেলবে সেটি হবে এলিমিনেটর। অনেকটা আইপিএলের নিয়মেই লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলা হবে।
বিসিসিআইয়ের যা নিয়ম তাতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিলে কোনও প্লেয়ারই আইপিএল ছাড়া অন্য কোনও ফ্র্য়াঞ্চাইজি লিগে খেলতে পারবে না।




















