Sarfaraz Khan: মাটি কামড়ে লড়ে গেলেন, কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতরান সরফরাজের
IND vs NZ: আর ঠিক এমন সময়, যখন দলের তাঁর থেকে এমন একটা গুরুত্বপূর্ণ ইনিংস ভীষণভাবে প্রয়োজন ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি বছরই টেস্টে অভিষেক হয় সরফরাজের।
বেঙ্গালুরু: ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি বছরের শুরুতেই টেস্টে অভিষেক। এরপর থেকে দুটো অর্ধশতরান এসেছিল ব্য়াটে। কিন্তু শতরান আসছিল না। অবশেষে সেই লক্ষ্যও পূরণ হল সরফরাজ খানের (Sarfaraz Khan)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই দুরন্ত শতরান হাঁকালেন তরুণ মুম্বই ব্যাটার। ১১০ বলে নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পূরণ করেন সরফরাজ। আর ঠিক এমন সময়, যখন দলের তাঁর থেকে এমন একটা গুরুত্বপূর্ণ ইনিংস ভীষণভাবে প্রয়োজন ছিল। গতকালই নিজের অর্ধশতরান পূরণ করেছিলেন। ৭০ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। চতুর্থ দিন কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিও পূরণ করলেন ডানহাতি এই তরুণ ব্যাটার।
ম্য়াচের তৃতীয় দিন শুক্রবার ১৮ অক্টোবর দিনের শেষ বলে বিরাট কোহলি আউট হয়ে ফিরেছিলেন। তিনি ৭০ রানের ইনিংস খেলেছিলেন। সরফরাজ অপরাজিত থেকে মাঠ ছেড়েছিলেন। ১১০ বলে নিজের শতরান পূরণ করেন। নিজের শতরান পূরণ করার পথে ১৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান। প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ১৬টি শতরান হাঁকালেন সরফরাজ বেঙ্গালুরুর শতরান নিয়ে। এর আগে ইরানি কাপে অবশিষ্ট একাদশের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে দ্বিশতরান হাঁকিয়েছিলেন। সরফরাজই প্রথম মুম্বই ব্যাটার যিনি ইরানি কাপের মঞ্চে মুম্বইয়ের হয়ে দ্বিশতরান হাঁকিয়েছিলেন।
View this post on Instagram
চার নম্বরে ব্যাট করতে নেমে এদিন সেঞ্চুরি হাঁকান সরফরাজ। ভারতের সপ্তম ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। এর আগে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়, অজিঙ্ক রাহানে ও ভিভি এস লক্ষ্মণ চার নম্বরে ব্যাট করতে নেমে টেস্টে সেঞ্চুরি করেছেন।
বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে স্কোয়াডে ছিলেন। কিন্তু প্রথম টেস্টে সুযোগ মেলনি। কে এল রাহুল ঢুকে পড়ায় তাঁকে রিজার্ভ বেঞ্চেই কাটাতে হয়। দ্বিতীয় টেস্টের আগে দল থেকে ছাড়া পান। ঘরোয়া ক্রিকেটে ফিরে দ্বিশতরান হাঁকান। কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজে ফের দলে ঢুকে পড়েন। এখানেও সুযোগ মিলত না। কিন্তু ভাগ্য সহায় হয়, যখন শুভমন গিল চোট পেয়ে ছিটকে যান। সরফরাজ সেই সুযোগকেই দারুণভাবে কাজে লাগালেন। প্রথম ইনিংসে ভারত ৪৬ রানে অল আউট হয়ে গিয়েছিল। সেই ইনিংস সরফরাজ শূন্য রানে প্যাভিলিয়ন ফিরেছিলেন।